দরিয়া নগর
যা কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক হয়ে কলাতলী মোড় থেকে মাত্র ৪ কি.মি. পূর্বদিকে অবস্থিত। এর একদিকে সাগর আর অন্য দিকে পাহাড় আর মাঝখান দিয়ে কক্সবাজার হতে টেকনাফগামী মেরিন ড্রাইভ সড়ক। এটি বড়ছেড়া গ্রামের পাঁচটি পাহাড়ের সমন্বয়ে গড়ে উঠা দরিয়ানগর বিনোদন কেন্দ্র। যা নিরবিলিতে সমুদ্র উপভোগের আদর্শ জায়গা।
এখানে রয়েছে-
- দরিয়ানগরে উঁচু পাহাড়ের নিচ দিয়ে আঁকাবাঁকা শাহেনশাহ গুহা
- নীলাভ জলরাশি
- পাহাড়ি জায়গা
- প্যারাসেইলিং
উল্লেখ্য, বর্তমানে দরিয়ানগরে দুইটি প্রতিষ্ঠান থেকে প্যারাসেইলিং করা যায়,যারা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে প্যারাসেলিং করিয়ে থাকে।
- স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস
- ফানফেস্ট বীচ এক্টিভিটিজ
মুলত দরিয়া নগর যেতে হলে প্রথমে কক্সবাজার যেতে হবে। সবথেকে ভালো আপনি কক্সবাজারে থাকা/খাওয়ার ব্যবস্থা করে গাড়ি/সিএনজি/অটো রিজার্ভ করে দরিয়া নগর ঘুরতে যাবেন।
ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার উপায়–
বাস স্ট্যান্ড–
- সায়েদাবাদ
- ফকিরাপুল
- মহাখালী
বাসসমূহ–
- হানিফ
- সৌদিয়া
- এস আলম
- শ্যামলী
- ঈগল
- সোহাগ
- গ্রিন লাইন
- মডার্ন লাইন
ট্রেনসমূহঃ
ঢাকা কমলাপুর ও বিমান বন্দর রেল স্টেশন থেকে কক্সবাজার রেল স্টেশন-
• কক্সবাজার এক্সপ্রেস
• পর্যটক এক্সপ্রেস
বিমানসমুহঃ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার যাওয়ার ফ্লাইটসমূহ-
- বাংলাদেশ বিমান
- ইউএস বাংলা এয়ারলাইন্স
- নভোএয়ার
কক্সবাজারের আবাসিক হোটেলসমূহ–
- ওশেন প্যারাডাইজ
- লং বীচ
- সী প্যালেচ
- কোরাল রীফ
- ঊর্মি গেস্ট হাউজ
কক্সবাজারের রিসোর্টসমূহ–
- মারমেইড বীচ রিসোর্ট
- সায়মন বীচ রিসোর্ট
- নীলিমা রিসোর্ট
কক্সবাজারের রেস্টুরেন্টসমূহ–
- রোদেলা
- ঝাউবন
- ধানসিঁড়ি
- নিরিবিলি
উল্লেখ্য, কক্সবাজারে অনেক হোটেল ও রেস্টুরেন্ট আছে। এতে আপনি আপনার বাজেট অনুযায়ী থাকা খাওয়ার ব্যাবস্থা করতে পারবেন।
কক্সবাজার থেকে দরিয়া নগর
কক্সবাজারের যে কোন জায়গা থেকে গাড়ি/সিএনজি/অটো দিয়ে দরিয়া নগর ঘুরে আসা যায়। কলাতলী মোড় থেকে লোকাল গাড়ি/সিএনজি/অটো করে হিমছড়ি যাওয়া যায়। যদি একসাথে কয়েযজন যান, তাহলে খোলা জীপে করেও ঘুরে আসতে পারবেন।
তবে যদি কক্সবাজারে থাকেন তাহলে বাস স্ট্যান্ড কিংবা আপনার হোটেলের আশেপাশের রাস্তাতেই খোঁজ করলে গাড়ি/সিএনজি/অটো রিজার্ভ খুব সহজেই পেয়ে যাবেন।
দরিয়া নগর ভ্রমণের সুবিধা হল–
- পরিবার, দম্পতি এবং বন্ধুদের সাথে সময় কাটানোর সুবিধা
- সুন্দর এবং মনোরম প্রকৃতি।
- দক্ষ ফটোগ্রাফার।
- উন্নত যোগাযোগ ব্যবস্থা।
সতর্কতা–
প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-
- প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন।
- আপনি যদি সাঁতার না জানেন তবে জলে ঝাঁপ দেবেন না।
- পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন।
বি.দ্রঃ যেকোনো সমস্যায় বাংলাদেশের জাতীয় জরুরী সেবা – ৯৯৯ এ কল করুন।