মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স
যা মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে অবস্থিত। বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর। এটি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক জায়গা। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার এর শপথ গ্রহণের স্থান হিসেবে মুজিবনগর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই স্মৃতিকে অম্লান করে রাখার জন্য ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মুজিবনগরের (তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলা) আম্রকাননে অস্থায়ী সরকার হিসেবে শপথ গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম সহ আরো অনেকে। আর তাই স্বাধীনতার সূতিকাগার মুজিবনগরে সৃষ্ট এই ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত পৌছে দেয়ার জন্য উক্ত স্থানে নির্মাণ করা হয় মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। এই স্থপতিটি নির্মাণের কাজ শুরু করেন তানভীর করিম। স্মৃতিসৌধটি নির্মাণের মূল কাজ শুরু হয় ১৯৮৭ সালে। তৎকালীন প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ এরশাদ স্বাধীনতার অমর স্মৃতিকে ধরে রাখার জন্য ২৩ টি স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন।
মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে যাওয়ার পর সেখানে বড় আঙ্গিনায় দেখতে পারবেন একটি বিশাল মানচিত্র, যার মধ্যে যুদ্ধের সময়ে গঠিত বাংলাদেশের বিভিন্ন জায়গার ১১ টি সেক্টরকে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও দেখতে পারবেন মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলীর স্মারক ম্যূরাল, ঐতিহাসিক আম্রকানন, স্মৃতিসৌধ এবং ঐতিহাসিক ছয় দফার রূপক উপস্থাপনকারী গোলাপ বাগান। এছাড়াও বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে শপথ গ্রহণ করেন সেখানে ২৪ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রশস্ত সিরামিকের ইট দিয়ে তৈরি একটি লাল মঞ্চ রয়েছে। যা মুজিবনগর স্মৃতিসৌধের ভিতরে মাঝ বরাবর রয়েছে। স্মৃতিসৌধটিতে যে বেদী রয়েছে তা ভূমি থেকে প্রায় ২ ফুট ৬ ইঞ্চি উঁচু এবং এতে প্রায় ১ লক্ষ গোলাকার বৃত্ত আছে যা দ্বারা বুদ্ধিজীবিদের মাথার খুলিকে বোঝানো হয়। স্মৃতিসৌধটিতে বৃত্তাকার উপায়ে ত্রিভূজাকৃতির ২৩ টি দেয়াল রয়েছে। এই ২৩ টি দেয়াল ১৯৪৭ সালের আগষ্ট থেকে ১৯৭১ সালের মার্চ মাস পর্যন্ত এই ২৩ বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
ঢাকা থেকে যাওয়ার উপায় |
|
(মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স যেতে হলে সর্বপ্রথম আপনাকে মেহেরপুর যেতে হবে।) |
|
বাস |
ঢাকার বাস স্টান্ডসমূহ:-
|
বাস সমূহ:-
|
|
(শহরের যেকোনো জায়গা থেকে বাসে, অটো-রিকশা কিংবা রিকশা রিজার্ভ এর মাধ্যমে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স যেতে পারবেন।) |
থাকা ও খাওয়ার ব্যবস্থা |
|
(থাকা ও খাওয়ার জন্য মেহেরপুরে সবরকমের ব্যবস্থা রয়েছে।) |
|
আবাসিক হোটেলসমূহ |
(উক্ত আবাসিক হোটেলসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন।) |
রেস্টুরেন্টসমূহ |
(শহরের যেকোনো জায়গায় কিংবা আবাসিক হোটেলের আশেপাশে অনেক রেস্টুরেন্ট পাবেন।) |
মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ভ্রমণের সুবিধা হল-
- উন্নত যোগাযোগ ব্যবস্থা।
- পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানোর সুবিধা।
- সুন্দর এবং মনোরম পরিবেশ।
পরামর্শ: প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষিতে সর্বদা সতর্ক থাকবেন। এছাড়াও-
- প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন।
- স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন।
- পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন।
যেকোন তথ্য অথবা ভ্রমণ সহায়তার জন্য যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন-
→ ইমেইল – admin@biratbazar.com