fbpx
সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দিরসোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির

সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির, যা সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামে অবস্থিত। স্থানীয়দের মতে এটি “সোনাবাড়িয়া মঠ” এবং “শ্যাম সুন্দর মন্দির” নামে পরিচিত।

জানা যায়, প্রায় ৪০০ বছরের বেশি পূর্বে ১৭৬৭ খ্রিস্টাব্দে হরিরাম দাস মতান্তরে দুর্গাপ্রিয় দাস মন্দিরটি নির্মাণ করেন।

এখানে রয়েছে-

  • মন্ডপ
  • দুর্গা মন্দির ও শিব মন্দির
  • ঘূর্ণায়মান টানা অলিন্দ
  • ঊর্ধমুখি গম্বুজ

সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির যেতে হলে সর্বপ্রথম আপনাকে সাতক্ষীরা যেতে হবে। 

সাতক্ষীরা যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • গাবতলী
  • আবদুল্লাহপুর
  • মহাখালী
  • কল্যাণপুর

বাসসমূহ

  • হানিফ
  • এসপি গোল্ডেন লাইন
  • দেশ ট্র্যাভেলস
  • শ্যামলী
  • সোহাগ
  • গ্রীনলাইন
  • সাতক্ষীরা এক্সপ্রেস

সাতক্ষীরা থেকে সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির

শহরের যেকোনো জায়গা থেকে বাসে কিংবা অটো-রিকশা/রিকশা রিজার্ভ এর মাধ্যমে সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য সাতক্ষীরায় সবরকম ব্যবস্থা রয়েছে।

সাতক্ষীরার রিসোর্টসমূহ

  • হোটেল সম্রাট
  • মোজাফ্ফর গার্ডেন
  • হোটেল সংগ্রাম
  • হোটেল মোহনা
  • হোটেল সীমান্ত
  • হোটেল উত্তরা

উক্ত রিসোর্টসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং এর সকল তথ্য পেয়ে যাবেন।


সাতক্ষীরার হোটেলসমূহ-

শহরের যেকোনো জায়গায় কিংবা রিসোর্টের আশেপাশে অনেক খাবার হোটেল পাবেন।


সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির ভ্রমণের সুবিধা হল

  • উন্নত ভ্রমণ সুবিধা।
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানোর সুবিধা।
  • সুন্দর এবং মনোরম প্রকৃতি।

সতর্কতা

প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন।
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন।
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন।

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা – ৯৯৯ এ কল করুন।

Leave a Reply