fbpx
জেস গার্ডেন পার্কজেস গার্ডেন পার্ক

জেস গার্ডেন পার্ক,যা যশোর জেলা শহরের বাহাদুরপুরে অবস্থিত। এটি প্রায় ১২ একর জমিজুড়ে বিস্তৃত।

জানা যায়, ১৯৯২ সালে এ. এস. এম হাবিবুল হক চুনি পার্কটি প্রতিষ্ঠা করেন।

এখানে রয়েছে-

  • বিভিন্ন জাতের গাছপালা
  • প্লেগ্রাউন্ড
  • নাগরদোলা
  • ঘোড় চরকি
  • চেয়ার চরকি
  • প্যাডেল বোট
  • মিনি ট্রেন
  • ভাষ্কর্য
  • মিনি চিড়িয়াখানা
  • নামাযের স্থান
  • ক্যান্টিন
  • পিকনিক স্পট
  • ভিআইপি রেস্ট হাউজ

উল্লেখ্য, পার্কটি সপ্তাহের ৭দিনই খোলা থাকে। পার্কে হিডেন চার্জ প্রযোজ্য।


জেস গার্ডেন পার্ক যেতে হলে সর্বপ্রথম আপনাকে যশোরে আসতে হবে। 

যশোরে যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • গাবতলী
  • আবদুল্লাহপুর
  • মহাখালী
  • কল্যাণপুর

বাসসমূহ

  • হানিফ
  • এসপি গোল্ডেন লাইন
  • দেশ ট্র্যাভেলস
  • শ্যামলী
  • সোহাগ
  • গ্রীনলাইন

ট্রেনসমূহঃ

ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যশোর রেল স্টেশন পর্যন্ত ট্রেনসমূহ-

  • সুন্দরবন এক্সপ্রেস
  • চিত্রা এক্সপ্রেস

বিমানসমুহঃ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর যাওয়ার ফ্লাইটসমূহ-

  • বাংলাদেশ বিমান
  • ইউএস বাংলা এয়ারলাইন্স
  • নভোএয়ার

যশোর থেকে জেস গার্ডেন পার্ক

শহরের যেকোনো জায়গা থেকে বাসে কিংবা অটোরিকশা/রিকশা রিজার্ভ এর মাধ্যমে জেস গার্ডেন পার্ক যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য যশোরে সবরকম ব্যবস্থা রয়েছে।

যশোরের রিসোর্টসমূহ

  • সার্কিট হাউজ
  • হোটেল হাসান ইন্টারন্যাশনাল
  • হোটেল আরএস ইন্টারন্যাশনাল
  • জাবীর ইন্টারন্যাশনাল হোটেল
  • হোটেল শামস ইন্টারন্যাশনাল
  • হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল

উক্ত রিসোর্টসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং জনিত সকল তথ্য পেয়ে যাবেন।


যশোরের হোটেলসমূহ-

শহরের যেকোনো জায়গায় কিংবা রিসোর্টের আশেপাশে অনেক খাবার হোটেল পাবেন।


জেস গার্ডেন পার্ক ভ্রমণের সুবিধা হল

  • উন্নত ভ্রমণ সুবিধা
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানো
  • সুন্দর এবং মনোরম প্রকৃতি

সতর্কতা

প্রথমত,  গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।

Leave a Reply