fbpx
রবীন্দ্র কমপ্লেক্সরবীন্দ্র কমপ্লেক্স

রবীন্দ্র কমপ্লেক্স,যা খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে অবস্থিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়।

জানা যায়, বিশ্বকবি কয়েকবার তার মায়ের সাথে এখানে বেড়াতে এসেছিলেন। এখানে জন্মগ্রহন করেন রবী ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী এবং কাকি ত্রিপুরা সুন্দরী দেবী। ১৯৯৯ সালে স্থানটি “সংরক্ষিত পুরাকীর্তি” স্বীকৃতি লাভ করে।

এখানে রয়েছে-

  • বিভিন্ন জাতের গাছপালা
  • ভাষ্কর্য
  • দ্বিতল ভবন
  • বাগান
  • নার্সারি
  • পান বরজ

উল্লেখ্য, রবীন্দ্র কমপ্লেক্স গ্রীষ্মকালে সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত এবং শীতকালে সন্ধ্যা ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও প্রতি রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে রবীন্দ্র কমপ্লেক্স থাকে। কমপ্লেক্স হিডেন চার্জ প্রযোজ্য।


রবীন্দ্র কমপ্লেক্স যেতে হলে সর্বপ্রথম আপনাকে খুলনা আসতে হবে। 

খুলনা যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • গাবতলী
  • আবদুল্লাহপুর
  • মহাখালী
  • কল্যাণপুর

বাসসমূহ

  • হানিফ
  • সোহাগ
  • গ্রীনলাইন

ট্রেনসমূহঃ

ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে খুলনা রেল স্টেশন পর্যন্ত ট্রেনসমূহ-

  • সুন্দরবন এক্সপ্রেস
  • চিত্রা এক্সপ্রেস

লঞ্চসমূহঃ

ঢাকার সদরঘাট থেকে খুলনা পর্যন্ত স্টিমারসমূহ-

  • পিএস মাহমুদ
  • পিএস অস্ট্রিচ

উল্লেখ্য, স্টিমারগুলো শুধুমাত্র বুধবার ঢাকা থেকে খুলনায় যাতায়াত করে।


বিমানসমুহঃ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুলনা যাওয়ার ফ্লাইটসমূহ-

  • বাংলাদেশ বিমান
  • ইউএস বাংলা এয়ারলাইন্স
  • নভোএয়ার

খুলনা থেকে রবীন্দ্র কমপ্লেক্স

খুলনা শহর থেকে এটি প্রায় ১৯ কি.মি দূরে অবস্থিত। তাই শহরের যেকোনো জায়গা থেকে বাসে কিংবা অটোরিকশা/রিকশা রিজার্ভ এর মাধ্যমে রবীন্দ্র কমপ্লেক্স যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য খুলনায় সবরকম ব্যবস্থা রয়েছে।

খুলনার রিসোর্টসমূহ

  • হোটেল ক্যাসল সালাম
  • হোটেল মিলেনিয়াম
  • টাইগার গার্ডেন ইন্টার ন্যাশনাল হোটেল
  • ওয়েস্টার্ন ইন
  • সিটি ইন লিমিটেড
  • হোটেল হলিডে ইন্টারন্যাশনাল

উক্ত রিসোর্টসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং জনিত সকল তথ্য পেয়ে যাবেন।


খুলনার হোটেলসমূহ-

শহরের যেকোনো জায়গায় কিংবা রিসোর্টের আশেপাশে অনেক খাবার হোটেল পাবেন।


রবীন্দ্র কমপ্লেক্স ভ্রমণের সুবিধা হল

  • উন্নত ভ্রমণ সুবিধা
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানো
  • সুন্দর এবং মনোরম প্রকৃতি

সতর্কতা

প্রথমত,  গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।

Leave a Reply