আরণ্যক হলিডে রিসোর্ট, যা রাঙ্গামাটি জেলার সেনানিবাস এলাকায় কাপ্তাই হ্রদের পাড়ে অবস্থিত। এটি বাংলাদেশ সেনাবাহিনী কতৃক পরিচালিত। জেনে রাখা ভালো, আরণ্যক হলিডে রিসোর্টের দ্বিতীয় অংশ হল হ্যাপি আইল্যান্ড।
এখানে রয়েছে-
- কাপ্তাই লেকের মনোরম দৃশ্য
- ওয়াটার ওয়ার্ল্ড
- হ্যাপি আইল্যান্ড
- বিভিন্ন রাইড
- সুইমিং পুল
- খেলাধুলার ব্যবস্থা
- রেস্টুরেন্ট
- পেডেল বোট
- স্পিডবোট
- রিসোর্ট
উল্ল্যেখ্য, আরণ্যক হলিডে রিসোর্টে প্রবেশ মুল্য সহ সবকিছুতে হিডেন চার্জ প্রযোজ্য। এছাড়াও তাঁবুতে থাকারও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার শুধুমাত্র দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ থাকে।
আরণ্যক হলিডে রিসোর্ট যেতে হলে সর্বপ্রথম আপনাকে রাঙ্গামাটি/কাপ্তাইআসতে হবে।
রাঙ্গামাটি/কাপ্তাই যেভাবে যাবেন-
বাস: ঢাকার বাস স্ট্যান্ড-
- গাবতলী
- সায়েদাবাদ
- উত্তরা
- মহাখালী
- ফকিরাপুল
বাসসমূহ–
- হানিফ
- শ্যামলী
- এস আলম
- ঈগল
উল্লেখ্য,ঢাকা থেকে রাঙ্গামাটি রেল কিংবা আকাশপথে যাওয়া যায় না।
রাঙ্গামাটি থেকে লেক আরণ্যক হলিডে রিসোর্ট
রাঙ্গামাটি বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা/জীপ/প্রাইভেট গাড়ি রিজার্ভ এর মাধ্যমে সেনানিবাস পোঁছে আরণ্যক হলিডে রিসোর্ট যেতে হবে।
থাকা ও খাওয়ার জন্য আরণ্যক হলিডে রিসোর্টে সবরকম ব্যবস্থা রয়েছে।
আরণ্যক হলিডে রিসোর্ট ভ্রমণের সুবিধা হল–
- উন্নত ভ্রমণ সুবিধা
- পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানো
- সুন্দর এবং মনোরম প্রকৃতি
সতর্কতা–
প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-
- প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
- সাঁতার না জানলে গভীর পানিতে নামবেন না
- স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন
- ট্র্যাকিং এর যাবতীয় প্রস্তুতি নেয়া সুবিধাজনক
- আদিবাসীদের সাথে ভদ্রতা বজায় রাখুন
- পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন
বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।