fbpx
রাজবন বিহার

রাজবন বিহার,যা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম বিহার। এই বিহার বর্তমানে আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান হিসেবে পরিণত হয়েছে। শুধু বৌদ্ধ ধর্মাম্বলী নয় এই ধর্মজ্ঞানচর্চাকেন্দ্রটি প্রকৃতিপ্রেমী ও জ্ঞানসাধক মানুষের জন্যে।

জানা যায়,চিন্তাপ্রচারক ও ধর্ম-দার্শনিক বৌদ্ধধর্মীয় নেতা শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯৭৭ সালে স্থায়ীভাবে বসবাসের জন্যে রাঙ্গামাটিতে আসেন। বনভান্ত ও তাঁর শিষ্যদের বসবাসের জন্যে এই বিহারটি নির্মান করা হয়।

এখানে রয়েছে-

  • উপাসনা বিহার
  • দেশনালয়
  • বনভন্তের আবাসিক কুঠির ও বিশ্রামাগার
  • ভিক্ষু-শ্রামণদের আবাসিক ভবন
  • চংক্রমণঘর
  • অতিথিশালা
  • সীমাঘর (ঘ্যাংঘর)
  • অনুষ্ঠানমঞ্চ
  • ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল
  • সপ্ততলাবিশিষ্ট স্বর্গঘর
  • ভাবনা কুটির
  • রন্ধনশালা
  • নিজস্ব লাইব্রেরি ও প্রেস
  • বনভন্তে ও ভিক্ষুসঙ্ঘের ভোজনালয়

রাজবন বিহার যেতে হলে সর্বপ্রথম আপনাকে রাঙ্গামাটি আসতে হবে। 

রাঙ্গামাটি যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • গাবতলী
  • সায়েদাবাদ
  • উত্তরা
  • মহাখালী
  • ফকিরাপুল

 বাসসমূহ

  • হানিফ
  • শ্যামলী
  • এস আলম
  • ঈগল

উল্লেখ্য,ঢাকা থেকে রাঙ্গামাটি রেল কিংবা আকাশপথে যাওয়া যায় না।


রাঙ্গামাটি থেকে রাজবন বিহার

রাঙ্গামাটি বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা/জীপ/প্রাইভেট গাড়ি রিজার্ভ এর মাধ্যমে রাজবন বিহার যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য রাঙ্গামাটিতে সবরকম ব্যবস্থা রয়েছে।

রাঙ্গামাটির রিসোর্টসমূহ

  • পর্যটন মোটেল
  • রংধনু গেস্ট হাউজ
  • হোটেল সুফিয়া
  • হোটেল গ্রিন ক্যাসেল
  • হোটেল আলমোবা

উক্ত রিসোর্টসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং জনিত সকল তথ্য পেয়ে যাবেন।


রাঙ্গামাটির হোটেলসমূহ-

বাস স্ট্যান্ড কিংবা রিসোর্টের আশেপাশে অনেক খাবার হোটেল পাবেন।


রাজবন বিহার ভ্রমণের সুবিধা হল

  • উন্নত ভ্রমণ সুবিধা
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানো
  • সুন্দর এবং মনোরম প্রকৃতি

সতর্কতা

প্রথমত,  গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
  • সাঁতার না জানলে গভীর পানিতে নামবেন না
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন
  • ট্র্যাকিং এর যাবতীয় প্রস্তুতি নেয়া সুবিধাজনক
  • আদিবাসীদের সাথে ভদ্রতা বজায় রাখুন
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।

Leave a Reply