মাতাই পুখিরি
মাতাই পুখিরি, যা পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে ২০ কি.মি দক্ষিণে মহালছরি উপজেলার নুনছড়ির পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০০ ফুট উচ্চতায় সাড়ে ৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। এটির দৈর্ঘ্য দেড় হাজার ফুট এবং প্রস্থ ৬০০ ফুট। এই পুকুরের চারপাশে ঘন সবুজ অরণ্য এবং ছোট/বড় পর্বতশ্রেণি।
জানা যায়,মাতাই অর্থ দেবতা এবং পুখিরি অর্থ পুকুর, তাই স্থানীয়দের কাছে এটি “দেবতার পুকুর” হিসেবে সুপরিচিত। তবে বৈজ্ঞানিকের ভাষায় মৃত আগ্নেয়গিরির জ্বালা মুখ থেকে এর সৃষ্টি বলে ধারণা করা হয়।
এখানে রয়েছে-
- ছোট/বড় পর্বতশ্রেণি
- ত্রিপুরা/সনাতন জনগোষ্টির বসবাস
- ত্রিপুরাদের মহাযজ্ঞের আয়োজন
- ত্রিপুরাদের তীর্থস্থান
খাগড়াছড়ি যেভাবে যাবেন-
বাস: ঢাকার বাস স্ট্যান্ড-
- গাবতলী
- সায়েদাবাদ
- উত্তরা
- মহাখালী
বাসসমূহ–
- শান্তি
- হানিফ
- শ্যামলী
- রিলেক্স
- ঈগল
উল্লেখ্য,ঢাকা থেকে খাগড়াছড়িতে রেল কিংবা আকাশপথে যাওয়া যায় না।
খাগড়াছড়ি থেকে মাতাই পুখিরি
খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে জীপ/চান্দের গাড়ি রিজার্ভ এর মাধ্যমে মাতাই পুখিরি যেতে পারবেন।
থাকা ও খাওয়ার জন্য খাগড়াছড়ি আপনাদের জন্য সবদিক দিয়ে সুবিধাজনক।
খাগড়াছড়ির রিসোর্টসমূহ–
- পর্যটন মোটেল
- অরণ্য বিলাস
- হোটেল নূর
- হোটেল ইকো ছড়ি ইন
- শৈল সুবর্ন
- হোটেল মাউন্ট ইন
- গাংচিল আবাসিক
- হোটেল হিল টাচ
খাগড়াছড়িতে হোটেলসমূহ-
- ফুডাং থাং
- হিল ফ্লেভারস
- এফএনএফ রেস্টুরেন্ট
- ব্যাম্বু শুট
- সিস্টেম রেস্তোরাঁ
- গাং সাবারং
- চাওমিন রেস্টুরেন্ট
মাতাই পুখিরি ভ্রমণের সুবিধা হল–
- উন্নত ভ্রমণ সুবিধা
- পরিবার বা দম্পতি এবং বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানোর জন্য উপযুক্ত
- সুন্দর এবং মনোরম প্রকৃতি
- দক্ষ গাইড
সতর্কতা–
প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-
- প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
- আপনি যদি সাঁতার না জানেন তবে পানিতে ঝাঁপ দেবেন না
- স্থানীয় গাইড নিলে সহজে পুরো অঞ্চল ভালোভাবে ঘুরতে পারবেন
- ট্র্যাকিংয়ের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো
- পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন
বি.দ্রঃ যেকোনো সমস্যায় বাংলাদেশের জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।