সীতারাম রাজপ্রাসাদ

January 29, 2024 , , ,
সীতারাম রাজপ্রাসাদ

সীতারাম রাজপ্রাসাদ, যা মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় অবস্থিত।

জানা যায়, প্রথমদিকে রাজা সীতারামের পিতা উদয় নারায়ণ এখানকার রাজা হন। তখন মহম্মদপুর উপজেলা রাজা সীতারামের রাজধানী ছিল।

এখানে রয়েছে-

  • দুর্গের ধ্বংসাবশেষ
  • দোল মঞ্চ
  • সুখ সাগর দিঘী
  • রাম সাগর দিঘী
  • কৃষ্ণ সাগর দিঘী
  • সিংহদরজা
  • রাজভবনের ধ্বংসাবশেষ
  • মালখানা
  • তোষাখানা
  • কৃষ্ণজীর মন্দির
  • লক্ষ্মী নারায়ণের অষ্টকোণ মন্দির
  • দশভুজা মন্দির

সীতারাম রাজপ্রাসাদ যেতে হলে সর্বপ্রথম আপনাকে মাগুরা যেতে হবে। 

মাগুরা যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • গাবতলী
  • সায়েদাবাদ

বাসসমূহ

  • জে আর পরিবহণ
  • হানিফ
  • ঈগল
  • সোহাগ

মাগুরা থেকে সীতারাম রাজপ্রাসাদ

শহরের যেকোনো জায়গা থেকে বাসে কিংবা অটোরিকশা/রিকশা রিজার্ভ এর মাধ্যমে সীতারাম রাজপ্রাসাদে যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য মাগুরায় সবরকম ব্যবস্থা রয়েছে।

মাগুরার রিসোর্টসমূহ

  • হোটেল চলন্তিকা
  • হোটেল সৈকত
  • হোটেল ঈগল
  • হোটেল মণ্ডল আবাসিক
  • হোটেল চৌরঙ্গী

উক্ত রিসোর্টসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং এর সকল তথ্য পেয়ে যাবেন।


মাগুরার হোটেলসমূহ-

শহরের যেকোনো জায়গায় কিংবা রিসোর্টের আশেপাশে অনেক খাবার হোটেল পাবেন।


নওয়াজ বাড়ি ভ্রমণের সুবিধা হল

  • উন্নত ভ্রমণ সুবিধা।
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানোর সুবিধা।
  • সুন্দর এবং মনোরম প্রকৃতি।

সতর্কতা

প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন।
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন।
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন।

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।

Leave a Reply