হ্যাপি আইল্যান্ড ,যা রাঙ্গামাটি জেলার ভেদভেদী এলাকার কাপ্তাই হৃদের পাশেই অবস্থিত।মূলত এই দ্বীপটি একটি ওয়াটার পার্ক।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ ইনফ্যান্ট্রি ব্রিগেডের উদ্যোগে কাপ্তাই লেক পরিবেষ্টিত একটি টিলার উপর ২৩ এপ্রিল ২০১৮ সালে এই ওয়াটার আইল্যান্ডটি উদ্বোধন করা হয়। যার আয়তন প্রায় ৪৫ একর।
এখানে রয়েছে-
- কাপ্তাই লেকের মনোরম দৃশ্য
- লেক ভিউ সুইমিং পুল
- ওয়াটার রাইড
- বোট রাইডিং
- পিকনিক সু-ব্যবস্থা
- কফি শপ
- কটেজ
উল্ল্যেখ্য, আইল্যান্ডে প্রবেশ মুল্য সহ সবকিছুতে হিডেন চার্জ প্রযোজ্য।
হ্যাপি আইল্যান্ডে যেতে হলে সর্বপ্রথম আপনাকে রাঙ্গামাটি/কাপ্তাইআসতে হবে।
রাঙ্গামাটি/কাপ্তাই যেভাবে যাবেন-
বাস: ঢাকার বাস স্ট্যান্ড-
- গাবতলী
- সায়েদাবাদ
- উত্তরা
- মহাখালী
- ফকিরাপুল
বাসসমূহ–
- হানিফ
- শ্যামলী
- এস আলম
- ঈগল
উল্লেখ্য,ঢাকা থেকে রাঙ্গামাটি রেল কিংবা আকাশপথে যাওয়া যায় না।
রাঙ্গামাটি থেকে হ্যাপি আইল্যান্ড
রাঙ্গামাটি বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা/জীপ/প্রাইভেট গাড়ি রিজার্ভ এর মাধ্যমে হ্যাপি আইল্যান্ডে যেতে হবে।
থাকা ও খাওয়ার জন্য হ্যাপি আইল্যান্ডে সবরকম ব্যবস্থা রয়েছে।
হ্যাপি আইল্যান্ড ভ্রমণের সুবিধা হল–
- উন্নত ভ্রমণ সুবিধা
- পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানো
- সুন্দর এবং মনোরম প্রকৃতি
সতর্কতা–
প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-
- প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
- সাঁতার না জানলে গভীর পানিতে নামবেন না
- স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন
- ট্র্যাকিং এর যাবতীয় প্রস্তুতি নেয়া সুবিধাজনক
- আদিবাসীদের সাথে ভদ্রতা বজায় রাখুন
- পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন
বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।