ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা
ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা: যে সকল সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো যায় তাদের ক্রমিক সংখ্যা বলে। যেকোন পূর্ণ সংখ্যার সাথে ১ যোগ করলে তার পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যাবে।
যদি বলা হয়, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১ হলে সংখ্যা তিনটির মান কত?
উত্তর বের করতে প্রথমে আপনি ধরে নিন, ক্রমিক সংখ্যা তিনটি-
X, X+১, X+২
ক্রমিক সংখ্যা তিনটির যোগফল ২১ যেওয়া আছে।
x + (x + ১) + (x + ২) = ২১
বা, x + x + ১ + x + ২ = ২১
বা, ৩x + ৩ = ২১
বা, ৩x = ২১ – ৩
বা, ৩x = ১৮
∴ x = ৬
ক্রমিক সংখ্যা তিনটি ৬, ৭ এবং ৮।
লক্ষ করুন: ক্রমিক বিজোড় সংখ্যাগুলো হলো ১, ৩, ৫, ৭……..
ক্রমিক জোড় সংখ্যাগুলো হলো: ২, ৪, ৬, ৮…..
জানা জরুরি:
ক্রমিক সংখ্যার যোগফল দেয়া থাকলে মধ্যম সংখ্যা হবে =
১। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১৫ হলে মধ্যম সংখ্যা = ১৫/৩ = ৫
∴ সংখ্যা তিনটি ৪, ৫, ৬
২। আবার চার ক্রমিক সংখ্যার সমষ্টি ১০ হলে মধ্যম সংখ্যা হবে = ১০/৪ = ২.৫
এক্ষেত্রে মধ্যম সংখ্যা হবে ২ ও ৩।
∴ ক্রমিক সংখ্যাগুলো হলো ১, ২, ৩, ৪