মোবাইল হারিয়ে গেলে কিংবা চুরি হলে পাওয়ার উপায়
মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস গুলোর মধ্যে মোবাইল একটা গুরুত্বপূর্ণ বস্তু। মোবাইল ছাড়া যেনো এক মুহুর্ত চলেনা। মোবাইল কাছে থাকলে অনেক কঠিন কাজ সহজ হয় আর মোবাইল কাছে না থাকলে সহজ কাজটিও কঠিন হয়ে যায়। সেই মোবাইলটি যখন হারিয়ে যায় কিংবা চুরি হয় তখন মাথায় কোনো কাজ করে না। মনে হয় দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আপনার সেই গুরুত্বপূর্ণ মোবাইলটা হারিয়ে গেলে কিংবা চুরি হলে আপনি অস্থির না হয়ে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের আইএমইআই নাম্বার আছে এমন কাগজ এবং এনআইডি কার্ড এর ফটো কপি নিয়ে স্থানীয় থানায় যাবেন।
থানায় গিয়ে ডিউটি অফিসারকে আপনার মোবাইল হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়ার বিষয়ে তথ্য দিবেন। আপনার দেয়া তথ্য অনুযায়ী ডিউটি অফিসার অনলাইনের মাধ্যমে বিষয়টি জিডি করবেন এবং থানার অফিসার ইনচার্জের মাধ্যমে উক্ত জিডি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য একজন এসআই/এএসআইকে দায়িত্ব দিবেন। দায়িত্বপ্রাপ্ত অফিসার আপনার জিডির সুত্রধরে পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ হেডকোয়াটার্স, ঢাকায় পত্র প্রেরণ করবেন। পুলিশ হেডকোয়াটার্স পত্র পাওয়ার পর আপনার হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া মোবাইলটি কে ব্যবহার করছেন তার নাম ঠিকানা সহ বিস্তারিত তথ্য তদন্তকারী অফিসারের নিকট সরবরাহ করবেন। তদন্তকারী অফিসার সেই তথ্য পাওয়ার পর আপনার মোবাইল উদ্ধার করে আপনাকে ফেরত দিবেন। এই কার্যক্রম গুলি সম্পন্ন করতে বেশ কিছুদিন সময়ের প্রয়োজন হয়। আপনাকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র-
মোঃ সিরাজুল ইসলাম
(পুলিশ পরিদর্শক)