fbpx
ভগ্নাংশের ক্ষেত্রে ল.সা.গু/গ.সা.গু

ভগ্নাংশের ক্ষেত্রে ল.সা.গু/গ.সা.গু


ইতোমধ্যেই হয়তো আপনারা ল.সা.গু থেকে গ.সা.গু পোষ্টটি পড়েছেন। চাকুরির বাজারে ভগ্নাংশের ক্ষেত্রে ল.সা.গু/গ.সা.গু থেকেও আমরা অনেক প্রশ্ন পাই। আজ সেগুলোর সমাধান দেখা যাক।

যদি ভগ্নাংশের ল.সা.গু বের করতে বলে তাহলে নিচের ফর্মূলাটি জানা থাকলে খুব সহজেই বের করতে পারবেন।

যেমন-

// এর ল.সা.গু কত?

এখানে, লব ৩ ও ৫ এর ল.সা.গু = ১৫ এবং
       হর ৭ ও ২ এর গ.সা.গু = ১

ভগ্নাংশের ল.সা.গু

আবার, যদি কোন ভগ্নাংশের গ.সা.গু বের করতে বলে, তাহলে নিচের ফর্মূলাটি ব্যবহার করে বের করা যাবে।

যেমন-

// এর গ.সা.গু কত?

এখানে, লব ৩ ও ৫ এর গ.সা.গু = ১ এবং
       হর ৭ ও ২ এর ল.সা.গু = ১৪


ভগ্নাংশের গ.সা.গু

উদাহরণ-

১। / এবং / এর গ.সা.গু কত?

গ.সা.গু নির্ণয়

২। /১৪, /১৬, /২০ এর সাধারণ গুণিতক কোনটি?

ভগ্নাংশের সাধারণ গুনিতক

৩। /, /, / এর ল.সা.গু কত ?

 

ল.সা.গু নির্ণয়

Leave a Reply