fbpx
কাদেরকে কিশোর অপরাধী বলা হয় ?কাদেরকে কিশোর অপরাধী বলা হয় ?

কাদেরকে কিশোর অপরাধী বলা হয় ?

২০১৩ সালের শিশু আইনের ৪ ধারা মোতাবেক ১৮ বছরের কম বয়স্ক সকল ব্যক্তি শিশু হিসাবে গন্য হয়। এই সকল শিশু যেসব অপরাধ করে তাকে কিশোর অপরাধ বলে। যেসকল শিশু কিশোর অপরাধে জড়িত হয় তাদেরকে কিশোর অপরাধী বলা হয়। কিশোর অপরাধী দলবদ্ধভাবে কোন অপরাধ সংঘটিত করলে তাকে কিশোর গ্যাং বলে। এখানে উল্লেখ্য যে, শিশু আইন অনুযায়ী কিশোর অপরাধীকে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু বলতে হবে। আসামী বলা যাবে না।

কিশোর অপরাধীরা অপরাধের পরিনতি না বুঝে অপরাধ করে থাকে। কিশোর অপরাধীর লক্ষণ সমুহ পিতা-মাতার অবাধ্য হওয়া, লেখাপড়ায় অমনযোগী হওয়া, স্কুল ফাকী দেওয়া, শিক্ষকের সাথে দুর্ব্যবহার করা, ছিচকে চুরি করা, সহপাঠিকে মারপিট করা, মাদক সেবন করা, ঘরের জিনিষপত্র ভাংচুর করা কিংবা চুরি করা, পরিবারের লোকজনদের সাথে খারাপ আচরণ করা, রাস্তায় ইভটিসিং করা, নিজেকে মাস্তান অনুভব করা, আইন ও আদালতের তোয়াক্কা না করা ইত্যাদি।


তথ্যসূত্র-
মোঃ সিরাজুল ইসলাম
(পুলিশ পরিদর্শক)