fbpx
যৌতুক মামলা করার নিয়ম

যৌতুক মামলা করার নিয়ম


যৌতুকের মামলা করার পূর্বে জানতে হবে যৌতুক কাকে বলে। যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ২(খ) মোতাবেক যৌতুক হচ্ছে বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হিসাবে বিবাহের সময় বা বিবাহের পূর্বে অথবা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা কালে বিবাহের পণ বাবদ কোন অর্থ বা সম্পদ দাবী করা। 

যৌতুক দাবী করার শাস্তি: যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারা।
যৌতুক প্রদান ও গ্রহন করার শাস্তি: যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৪ ধারা। 
 
যৌতুক দাবী, প্রদান এবং গ্রহন করার অপরাধে মামলা:
  • যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ও ৪ ধারার মামলা বিজ্ঞ পারিবারিক আদালতে করতে হবে।
∗ এ ধরনের মামলা থানায় গ্রহণ করা হয় না। এই মামলা করতে জখম সংক্রান্ত ডাক্তারি সার্টিফিকেট লাগেনা।


যৌতুক দাবী করে মৃত্যু ঘটানো, মৃত্যু ঘটানোর চেষ্টা, গুরুত্বর জখম অথবা সাধারণ জখম করার অপরাধে মামলা:
  • যৌতুকের দাবী করে মৃত্যু ঘটানো অথবা মৃত্যু ঘটানোর চেষ্টা করার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক) ধারা মোতাবেক মামলা হবে।
  • যৌতুকের দাবী করে গুরুত্বর জখম করা হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(খ) ধারা মোতাবেক মামলা হবে।
  • যৌতুক দাবী করে সাধারণ জখম করা হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(গ) ধারা মোতাবেক মামলা হবে। 
∗ এই ধরনের মামলা থানায় অথবা বিজ্ঞ নারী ও শিশু আদালতে করা যাবে। এই মামলায় ডাক্তারি সার্টিফিকেট লাগে।

তথ্যসূত্র-
মোঃ সিরাজুল ইসলাম
(পুলিশ পরিদর্শক)

Leave a Reply