fbpx
বাল্য বিবাহ প্রতিরোধে করণীয়

বাল্য বিবাহ প্রতিরোধে করণীয়


বাল্য বিবাহ প্রতিরোধ করতে চাইলে জানতে হবে বাল্য বিবাহ কি, বাল্য বিবাহ অনুষ্ঠিত হলে কোন কোন ব্যক্তি শাস্তির আওতায় আসবে এবং কোন পদ্ধতিতে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।

বাল্য বিবাহ কি?
বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক ২১ বছর পূর্ণ হয় নাই এমন কোন পুরুষ অথবা ১৮ বছর পূর্ণ হয় নাই এমন কোন নারীর যদি বিবাহ অনুষ্ঠিত হয় তাহলে সেটাকে বাল্য বিবাহ বলা হয়।
 
বাল্য বিবাহ অনুষ্ঠিত হলে কোন কোন ব্যক্তি শাস্তির আওতায় আসবে:-
১। কোন প্রাপ্ত বয়স্ক পুরুষ যদি কোন অপ্রাপ্ত বয়স্ক নারীকে বিবাহ করে সেক্ষেত্রে পুরুষ ব্যক্তিটি শাস্তির আওতায় আসবে।
২। কোন প্রাপ্ত বয়স্ক নারী যদি কোন অপ্রাপ্ত বয়স্ক পুরুষকে বিবাহ করে সেক্ষেত্রে নারী ব্যক্তিটি শাস্তির আওতায় আসবে।
৩। নারী পুরুষ উভয় যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে যারা বিবাহ অনুষ্ঠানের আয়োজন করবে তারা শাস্তির আওতায় আসবে এছাড়াও বিবাহ নিবন্ধনকারী কাজীও শাস্তির আওতায় আসবে।
 
বাল্য বিবাহ প্রতিরোধ করার পদ্ধতি:-
১। কোথাও বাল্য বিবাহ অনুষ্ঠিত হলে উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট, থানার অফিসার ইনচার্জ, মহিলা বিষয়ক কর্মকর্তা অথবা সমাজসেবা অফিসারকে সংবাদ দিতে হবে। এছাড়াও জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করা যাবে। সংবাদ পাওয়ার পর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

তথ্যসূত্র-
মোঃ সিরাজুল ইসলাম
(পুলিশ পরিদর্শক)

Leave a Reply