ভগ্নাংশে ছোট বড়

ভগ্নাংশে ছোট বড়


দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত আকারে লিখলে বা ভাগ করলে যে রাশি পাওয়া যায়, তাকে ভগ্নাংশ বলে। x যদি y দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে x/y একটি পূর্ণ সংখ্যা। কিন্তু x যদি y দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তবে x/y একটি ভগ্নাংশ। এখানে x হলো লব এবং y হলো হর । যেমন: একটি ভগ্নাংশ /। যেখানে ২ হলো লব এবং ৫ হলো হর।

সাধারণ ভগ্নাংশ: সাধারণ ভগ্নাংশ তিন প্রকার। যেমন: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ।

প্রকৃত ভগ্নাংশ: যে ভগ্নাংশের হর লবের চেয়ে বড়, তাই প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে, হর > লব। যেমন:- /২১, /, /২৩

অপ্রকৃত ভগ্নাংশ: যে ভগ্নাংশের হর লবের চেয়ে ছোট, তা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে, হর < লব। যেমন:- /, /

মিশ্র ভগ্নাংশ: একটি পূর্ণ অংশ ও আরেকটি প্রকৃত ভগ্নাংশ নিয়ে মিশ্র ভগ্নাংশ গঠিত। যেমন:- ২//, ৫/ ইত্যাদি।


বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়

ধরুন, আপনাকে বলা হলো – /১১/১৫ ভগ্নাংশটির মধ্যে কোন ভগ্নাংশটি বড়?

এক্ষেত্রে ১ম ভগ্নাংশের মান = ১ম ভগ্নাংশের লব × ২য় ভগ্নাংশের হর = (৩×১৫)=৪৫

এবং ২য় ভগ্নাংশের মান = ২য় ভগ্নাংশের লব × ১ম ভগ্নাংশের হর = (১১×৪) = ৪৪

এখানে ১ম ভগ্নাংশের মান ৪৫, ২য় ভগ্নাংশের মান ৪৪ থেকে বড় হওয়ায় ১ম ভগ্নাংশটি  /  বড় এবং ২য় ভগ্নাংশটি ১১/১৫ ছোট। অর্থাৎ / > ১১/১৫

দুই ভগ্নাংশের মধ্যে ছোট – বড় নির্ণয়ের ক্ষেত্রে এটা একটা সহজ পদ্ধতি কিন্তু যদি চারটি ভগ্নাংশের মধ্যে ছোট – বড় নির্ণয় করতে বলা হয়, তাহলেও একই পদ্ধতিতে চারটি ভগ্নাংশের মধ্যে দুটি করে ভগ্নাংশ নিয়ে তুলনা করে বড় ছোট নির্ণয় করতে হবে।

আরেকটি উদাহরণ লক্ষ করি-

মনে করুন, আপনাকে বলা হলো /১০/১১ এর মধ্যে কোনটি ছোট?

আগের পদ্ধতি অনুযায়ী, ১ম ভগ্নাংশের মান = ১ম ভগ্নাংশের লব × ২য় ভগ্নাংশের হর = (৭×১১) = ৭৭
এবং ২য় ভগ্নাংশের মান = ২য় ভগ্নাংশের লব × ১ম ভগ্নাংশের হর = (৯ × ১০) = ৯০
যেহেতু ১ম ভগ্নাংশের মান ২য় ভগ্নাংশের মানের চেয়ে ছোট, তাই ১ম ভগ্নাংশটি /১০ ২য় ভগ্নাংশ /১১ থেকে ছোট।

Leave a Comment

Recent Posts

মালনীছড়া চা বাগান

উপমহাদেশের সর্বপ্রথম ও সর্বপ্রাচীন প্রতিষ্ঠিত ও সর্ববৃহৎ চা বাগান মালনীছড়া বাংলাদেশের সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নের এয়ারপোর্ট রোডে… Read More

1 week ago

Malnicherra Tea Garden

The Malnicherra Tea Garden, the oldest and largest established tea plantation in the Indian subcontinent, is located on the outskirts… Read More

1 week ago

হযরত শাহজালাল রহ.

শাহ জালাল (রাহ.) বাংলার একজন প্রখ্যাত সুফি দরবেশ। শুধু বাংলার নয়, সম্পূর্ণ পাক-ভারতীয় উপমহাদেশে তিনি বিখ্যাত। পুরো নাম শাহ জালাল… Read More

1 month ago

মেঘলা পর্যটন কমপ্লেক্স

মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশ পথে (বান্দরবান-কেরাণীহাট) সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। এটি বান্দরবান শহর থেকে… Read More

2 months ago

Meghla Tourism Complex

Meghla Tourism Complex is located at the entrance of Bandarban district, along the Bandarban-Keranihat road, adjacent to the Hill District… Read More

2 months ago

বাকলাই জলপ্রপাত

বাকলাই জলপ্রপাত বাংলাদেশের বান্দরবন জেলার থানচি উপজেলার নাইটিং মৌজার বাকলাই গ্রামে অবস্থিত। স্থানীয়দের নিকট “বাক্তলাই ঝর্ণা” নামেও পরিচিত। মুলত কেওক্রাডং… Read More

3 months ago