fbpx
নীহাররঞ্জন গুপ্তের বাড়ি

নীহাররঞ্জন গুপ্তের বাড়ি


যা লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে অবস্থিত। এটি প্রায় ৭০ শতক জায়গাজুড়ে বিস্তৃত। এটি গাছপালায় ঘেরা ব্রিটিশ আমলে নির্মিত একটি দ্বিতল বাড়ি।

জানা যায়, নীহাররঞ্জন গুপ্ত একজন জনপ্রিয় বাঙ্গালী ঔপন্যাসিক। নীহাররঞ্জন গুপ্ত তার পিতার কর্মসূত্রে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করলেও নড়াইলেই তার পৈতৃক নিবাস অবস্থিত।

বাড়ির কাঠামো-

  •  দ্বিতল অংশে বারান্দাসহ তিনটি কক্ষ
  • একতালা অংশে ৭টি কক্ষ
  • খিলানযুক্ত সরু বারান্দা

এখানে রয়েছে-

  • ঘরের ভিতর সেকালের কুলঙ্গী ও দেয়াল আলমারি
  • পুরান পুকুর

নীহাররঞ্জন গুপ্তের বাড়ি যেতে হলে সর্বপ্রথম আপনাকে নড়াইলে যেতে হবে। 

নড়াইল যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • গাবতলী
  • সায়েদাবাদ
  • মহাখালী

বাসসমূহ

  • হানিফ
  • এ কে ট্র্যাভেলস
  • ঈগল পরিবহন

নড়াইল থেকে নীহাররঞ্জন গুপ্তের বাড়ি

শহরের যেকোনো জায়গা থেকে বাসে,অটো-রিকশা কিংবা রিকশা রিজার্ভ এর মাধ্যমে নীহাররঞ্জন গুপ্তের বাড়ি যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য নড়াইলে সবরকম ব্যবস্থা রয়েছে।

নড়াইলের আবাসিক হোটেল সমূহ

  • হোটেল ডলফিন
  • হোটেল মডার্ন
  • হোটেল সীমান্ত
  • হোটেল সম্রাট

নড়াইলের রিসোর্টসমূহ

  • চিত্রা রিসোর্ট
  • অরুনিমা রিসোর্ট

উক্ত হোটেল এবং রিসোর্টসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন।


নড়াইলের রেস্টুরেন্টসমূহ-

শহরের যেকোনো জায়গায় কিংবা রিসোর্টের আশেপাশে অনেক খাবার রেস্টুরেন্ট পাবেন।


নীহাররঞ্জন গুপ্তের বাড়ি ভ্রমণের সুবিধা হল

  • উন্নত যোগাযোগ ব্যবস্থা।
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানোর সুবিধা।
  • সুন্দর এবং মনোরম প্রকৃতি।

সতর্কতা

প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন।
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন।
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন।

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা – ৯৯৯ এ কল করুন।

Leave a Reply