fbpx
আহসানউল্লাহ সমাধি কমপ্লেক্সআহসানউল্লাহ সমাধি কমপ্লেক্স

আহসানউল্লাহ সমাধি কমপ্লেক্স, যা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে অবস্থিত। এটি প্রায় ৪০ বিঘা জায়গাজুড়ে বিস্তৃত। স্থানীয়দের নিকট এটি “নলতা শরীফ” হিসেবে পরিচিত।

জানা যায়, খান বাহাদুর আহসানউল্লাহ প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক, সমাজহিতৈষী এবং আউলিয়া হিসাবে পরিচিত ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য।

এখানে রয়েছে-

  • মাজার
  • মসজিদ
  • গম্বুজ
  • অফিস
  • লাইব্রেরি
  • অতিথিশালা
  • স্বাস্থ্যকেন্দ্র
  • সমাধি সৌধ
  • ফুলের বাগান
  • পুকুর

উল্লেখ্য, প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ৮, ৯ এবং ১০ তারিখ খান বাহাদুর আহসানউল্লাহ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নলতা শরীফে বার্ষিক ওরস মাহফিল,মেলা এবং প্রতি রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই ইফতার মাহফিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল হিসেবে পরিচিত।


আহসানউল্লাহ সমাধি কমপ্লেক্স যেতে হলে সর্বপ্রথম আপনাকে সাতক্ষীরা যেতে হবে। 

সাতক্ষীরা যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • গাবতলী
  • আবদুল্লাহপুর
  • মহাখালী
  • কল্যাণপুর

বাসসমূহ

  • হানিফ
  • এসপি গোল্ডেন লাইন
  • দেশ ট্র্যাভেলস
  • শ্যামলী
  • সোহাগ
  • গ্রীনলাইন
  • সাতক্ষীরা এক্সপ্রেস

সাতক্ষীরা থেকে আহসানউল্লাহ সমাধি কমপ্লেক্স

শহরের যেকোনো জায়গা থেকে বাসে, অটোরিকশা কিংবা রিকশা রিজার্ভ এর মাধ্যমে আহসানউল্লাহ সমাধি কমপ্লেক্স যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য সাতক্ষীরায় সবরকম ব্যবস্থা রয়েছে।

সাতক্ষীরার রিসোর্টসমূহ

  • হোটেল উত্তরা
  • হোটেল মোহনা
  • মজাফফর গার্ডেন
  • হোটেল সংগ্রাম
  • হোটেল সীমান্ত
  • হোটেল সম্রাট

উক্ত রিসোর্টসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং এর সকল তথ্য পেয়ে যাবেন।


সাতক্ষীরার হোটেলসমূহ-

শহরের যেকোনো জায়গায় কিংবা রিসোর্টের আশেপাশে অনেক খাবার হোটেল পাবেন।


আহসানউল্লাহ সমাধি কমপ্লেক্স ভ্রমণের সুবিধা হল

  • উন্নত ভ্রমণ সুবিধা।
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানোর সুবিধা।
  • সুন্দর এবং মনোরম প্রকৃতি।

সতর্কতা

প্রথমত,  গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন।
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন।
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন।

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা – ৯৯৯ এ কল করুন।

Leave a Reply