বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিনের সমাধি, খুলনা জেলার রূপসা নদীর পূর্বপাশে অবস্থিত। এটি প্রায় দেড় একর জায়গাজুড়ে বিস্তৃত।
জানা যায়, মোহাম্মদ রহুল আমিন ১৯৩৫ সালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাঘপাঁচড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি পলাশ গান বোর্ডের আর্টিফিশিয়াল অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। ১০ ডিসেম্বর ১৯৭১ পিএনএস তিতুমির দখলের জন্য মংলা বন্দরের উদ্দেশ্যে পলাশ, পদ্মা ও পাভেল নামের তিনটি গান বোট রওনা দিলেও গানবোট পলাশ খুলনা শিপ ইয়ার্ডের খুব কাছাকাছি পৌঁছানো মাত্রই জঙ্গি বিমান হতে গুলি ও বোমা বর্ষণ শুরু হয়। তখন বোটের কমান্ডার সকলকে গানবোট ত্যাগ করার নির্দেশ দিলেও রুহুল আমিন গান বোটকে সচল রাখার চেষ্টা চালান। ঠিক তখনই হঠাৎ একটি গোলা পলাশের ইঞ্জিন রুমে আঘাত করায় টা ধ্বংস হয়ে যায়। রহুল আমিন আহত অবস্থায় তীরে পৌছানোর পরে অবস্থানরত পাকিস্থানি সেনা ও রাজাকাররা তাঁকে নির্মম ভাবে হত্যা করে।
৭১ এর মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব, সাহসিকতা, ও সর্বোচ্চ আত্মদানের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ রহুল আমিনকে সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।
এখানে রয়েছে-
- বিভিন্ন জাতের গাছপালা
- সমাধি কমপ্লেক্স
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং বীর বিক্রম মহিবুল্লাহর সমাধি
- লাইব্রেরি
- জাদুঘর
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি যেতে হলে সর্বপ্রথম আপনাকে খুলনা আসতে হবে।
খুলনা যেভাবে যাবেন-
বাস: ঢাকার বাস স্ট্যান্ড-
- গাবতলী
- আবদুল্লাহপুর
- মহাখালী
- কল্যাণপুর
বাসসমূহ–
- হানিফ
- সোহাগ
- গ্রীনলাইন
ট্রেনসমূহঃ
ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে খুলনা রেল স্টেশন পর্যন্ত ট্রেনসমূহ-
- সুন্দরবন এক্সপ্রেস
- চিত্রা এক্সপ্রেস
লঞ্চসমূহঃ
ঢাকার সদরঘাট থেকে খুলনা পর্যন্ত স্টিমারসমূহ-
- পিএস মাহমুদ
- পিএস অস্ট্রিচ
উল্লেখ্য, স্টিমারগুলো শুধুমাত্র বুধবার ঢাকা থেকে খুলনায় যাতায়াত করে।
বিমানসমুহঃ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুলনা যাওয়ার ফ্লাইটসমূহ-
- বাংলাদেশ বিমান
- ইউএস বাংলা এয়ারলাইন্স
- নভোএয়ার
খুলনা থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি
শহরের যেকোনো জায়গা থেকে বাসে কিংবা অটোরিকশা/রিকশা রিজার্ভ এর মাধ্যমে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি যেতে পারবেন।
থাকা ও খাওয়ার জন্য খুলনায় সবরকম ব্যবস্থা রয়েছে।
খুলনার রিসোর্টসমূহ–
- হোটেল ক্যাসল সালাম
- হোটেল মিলেনিয়াম
- টাইগার গার্ডেন ইন্টার ন্যাশনাল হোটেল
- ওয়েস্টার্ন ইন
- সিটি ইন লিমিটেড
- হোটেল হলিডে ইন্টারন্যাশনাল
উক্ত রিসোর্টসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং জনিত সকল তথ্য পেয়ে যাবেন।
খুলনার হোটেলসমূহ-
শহরের যেকোনো জায়গায় কিংবা রিসোর্টের আশেপাশে অনেক খাবার হোটেল পাবেন।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি ভ্রমণের সুবিধা হল–
- উন্নত ভ্রমণ সুবিধা
- পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানো
- সুন্দর এবং মনোরম প্রকৃতি
সতর্কতা–
প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-
- প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
- স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন
- পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন
বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।