মামলা করার নিয়ম
দেশের মানুষ প্রত্যেক দিন কোথাও না কোথাও দুস্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন। দুস্কৃতিকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে সহজ সরল মানুষদের টার্গেট করে তাদেরকে অপরাধের স্বীকার বানায়। সহজ সরল ও নিরীহ মানুষজন অপরাধীর দ্বারা ক্ষতিগ্রস্থ হওয়ার পর কোথায় গেলে সুবিচার পাবেন এবং কিভাবে অপরাধীদের শাস্তি দিবেন এই নিয়ে দুশ্চিন্তায় থাকেন। আজকে এই বিষয়ে কিছু আলোচনা করা হবে।
কোথাও কোন অপরাধ সংঘটিত হলে থানায় অথবা কোর্টে মামলা করা যায়। থানায় মামলা করলে তাকে বলা হয় জিআর মামলা এবং কোর্টে মামলা করলে তাকে বলা হয় সিআর মামলা। কোন অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত প্রতিকার পেতে চাইলে থানায় মামলা করা ভাল। থানায় মামলা করতে হলে অপরাধ সংঘটনের তারিখ ও সময়, অপরাধের স্থল, অপরাধীর নাম, ঠিকানা ও বয়স, ঘটনার বিস্তারিত বর্ণনা, প্রত্যক্ষদর্শী সাক্ষীর নাম-ঠিকানা এবং অভিযোগকারীর নাম-ঠিকানা উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদন করতে হবে। থানার অফিসার ইনচার্জ অভিযোগ পাওয়ার পর তিনি নিজেই অথবা তার অধস্তন কোন অফিসার দ্বারা উক্ত অভিযোগের সত্যতা সম্পর্কে প্রাথমিক যাচাই করবেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অফিসার ইনচার্জ অভিযোগের প্রকারভেদে এফআইআর অথবা নন-এফআইআর হিসাবে গণ্য করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
অপরাধ যদি ধর্তব্য বা আমলযোগ্য হয় তাহলে এফআইআর মামলা হবে। অপরাধ যদি অধর্তব্য বা অ-আমলযোগ্য হয় তাহলে নন-এফআইআর মামলা হবে। এফআইআর মামলা থানা হইতে কোর্টে পাঠানোর পর তাকে জিআর মামলা বলা হয় এবং নন-এফআইআর মামলা থানা হইতে কোর্টে পাঠানোর পর তাকে এনজিআর মামলা বলা হয়।
আইনি পরামর্শ সম্পর্কিত অন্যান্য পোস্টসমূহ-
|