গরুর কালা ভুনা
প্রণালী |
|
১. দেড় কেজি গরুর মাংস | ১০. ৩/৪টা তেজপাতা |
২. ১কাপ মোটা করে কাটা পেয়াজ | ১১. স্বাদ মতো লবণ |
৩. ২কাপ পেয়াজ বেরেস্তা | ১২. ১চা চামচ গরম মশলা |
৪. ২কাপ সয়াবিন তেল | ১৩. ১চা চামচ জিরা বাটা |
৫. ১কাপ সরিষার তেল | ১৪. ১চা চামচ ধনিয়া গুড়া |
৬. আদা কুচি | ১৫. ১চা চামচ মরিচের গুড়া |
৭. শুকনা মরিচ | ১৬. ১চা চামচ রসুন বাটা |
৮. ২ টুকরা দার চিনি | ১৭. ১চা চামচ আদা বাটা |
৯. ২টা ছোট এবং ছোট এলাচ | ১৮. হাফ চা চামচ হলুদ গুড়া |
যেভাবে বানাবেন
১ কাপ পেয়াজ বেরেস্তা, আদা কুচি, ১ কাপ সরিষার তেল, শুকনা মরিচ রেখে দিয়ে বাকি সব উপাদান প্রণালীতে দেয়া পরিমাপ অনুযায়ী গরুর মাংসের সাথে ভালোভাবে মেখে ১ ঘন্টা রেখে দিতে হবে। ১ ঘন্টা পর পর মাঝারি আচে চুলায় জ্বাল দিয়ে কষাতে হবে। কালা ভুনায় কোন পানি ব্যাবহার করা হয় না গরুর মাংসের ভিতরে থাকা পানি বের হয়ে গরু মাংস সেদ্ধ হয়ে যায় এবং পানি টা গরুর মাংস টেনে নেয়। এভাবে কষাতে কষাতে গরুর মাংস কালো বা বাদামি রঙ ধারণ করবে। এ পর্যায়ে কালা ভুনা বাগার দেয়ার জন্য একটি কড়াইতে ১ কাপ সরিষার তেলে ৩/৪ টুকরা শুকনা মরিচ এবং আদা কুচি ভেজে কালা ভুনায় দিয়ে দিতে হবে। শেষে বাকি থাকা ১ কাপ পেয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে দিয়ে ভালো ভাবে নেড়ে দিতে হবে। এইত, তৈরি হয়ে গেল খুব সহজে গরুর কালা ভুনা।