গুলিয়াখালী সমুদ্র সৈকত

গুলিয়াখালী সমুদ্র সৈকত


যা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার নদী মোহনায় অবস্থিত এবং স্থানীয়দের নিকট এটি মুরাদপুর সমুদ্র সৈকত নামে পরিচিত। সীতাকুন্ড থেকে প্রায় ৫ কি.মি. দূরে এই সমুদ্র সৈকতটি অবস্থিত। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় উক্ত সৈকতটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এই ঘোষণার আওতায় রয়েছে প্রায় ২৫৯ দশমিক ১০ একর সংরক্ষিত বনাঞ্চল। এর এক দিকে রয়েছে দিগন্ত জোড়া জলরাশি ও অন্যদিকে রয়েছে কেওড়া বন।

এই বীচে গেলে দেখতে পারবেন সারিবদ্ধ ভাবে রয়েছে অসংখ্য ছোট ছোট গাছপালা সাথে সবুজ কার্পেটের মত চওড়া ঘাস। যার মাঝখান দিয়ে এঁকে-বেকে চলে গেছে অনেক সরু নালা। যখন জোয়ারের সময় আসে তখন এই নালাগুলো পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। অন্যান্য মৌসুমের তুলনায় বর্ষাকালে এই সমুদ্র উত্তাল থাকে। তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য বর্ষার মৌসুম উপযুক্ত সময়।

এছাড়াও সৈকতের ৫ কিলোমিটারের মধ্যে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, সহস্রধারা ও সুপ্তধারা নামের দুটি ঝর্না রয়েছে।

পূর্বে এই সমুদ্র সৈকতের তেমন কোন পরিচিতি ছিল না। ২০১৪ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি (চুয়েট) বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এই সৈকতটি ঘুরে এর কিছু ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করে। আর তারপর থেকেই এই সৈকতের পরিচিতি বাড়তে থাকে। আর পর্যটন কেন্দ্র হিসেবে লোকজনের সমাগম বাড়তে থাকে।

বিশেষ সতর্কতা
সৈকতটি ভ্রমণের অন্যান্য সুযোগ সুবিধা থাকলেও ট্যুরিস্ট পুলিশ না থাকায় সন্ধার পর থেকে রাত অবধি জায়গাটি তেমন নিরাপদ নয়। তাই সন্ধ্যার পূর্বেই গুলিয়াখালী সমুদ্র সৈকত ত্যাগ করা ভাল। তা না হলে ছিনতাইকারীর কবলে পড়তে পারেন।


ঢাকা থেকে যাওয়ার উপায়

(গুলিয়াখালী সমুদ্র সৈকত যেতে হলে সর্বপ্রথম আপনাকে চট্টগ্রাম যেতে হবে।)

বাস ঢাকার বাস স্টান্ডসমূহ:
  • সায়েদাবাদ
  • ফকিরাপুল
  • মহাখালী
  • কল্যানপুর
বাস সমূহ:
  • হানিফ
  • সৌদিয়া
  • এস আলম
  • শ্যামলী
  • ঈগল
  • ইউনিক
  • এনা
ট্রেনট্রেন সমূহ:
  • সোনার বাংলা
  • সুবর্ণ এক্সপ্রেস
  • তূর্ণা-নিশীথা
  • মোহনগর প্রভাতী/গোধুলি
  • চট্টগ্রাম মেইল
বিমানবিমানসমূহ:
  • ইউএস বাংলা
  • বাংলাদেশ বিমান

ঢাকা থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকত সরাসরি যাওয়ার কোন পরিবহন না থাকায় প্রথমে চট্টগ্রাম থেকে সীতাকুন্ড এবং সীতাকুন্ড থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকত যেতে হবে।

চট্টগ্রাম থেকে সীতাকুন্ড

(চট্টগ্রাম শহরের যেকোনো জায়গা থেকে বাসে, অটো-রিকশা কিংবা রিকশা রিজার্ভ এর মাধ্যমে সীতাকুন্ড যেতে পারবেন।)

সীতাকুন্ড থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকত

(আবার সীতাকুন্ড থেকে বাসে, অটো-রিকশা কিংবা রিকশা রিজার্ভ এর মাধ্যমে গুলিয়াখালী সমুদ্র সৈকত যেতে পারবেন।)


থাকা ও খাওয়ার ব্যবস্থা

(থাকা ও খাওয়ার জন্য সীতাকুন্ডে সবরকমের ব্যবস্থা রয়েছে।)

আবাসিক হোটেলসমূহ
  • হোটেল সৌদিয়া,
  • হোটেল সাইমুন,
  • ডাক বাংলা,
  • হোটেল এশিয়ান,
  • হোটেল রেডিসন ব্লু ইত্যাদি।

(উক্ত আবাসিক হোটেলসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন।)

রেস্টুরেন্টসমূহ

(শহরের যেকোনো জায়গায় কিংবা আবাসিক হোটেলের আশেপাশে অনেক রেস্টুরেন্ট পাবেন।)


গুলিয়াখালী সমুদ্র সৈকত ভ্রমণের সুবিধা হল-

  • উন্নত যোগাযোগ ব্যবস্থা।
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানোর সুবিধা।
  • সুন্দর এবং মনোরম পরিবেশ।

পরামর্শ: প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষিতে সর্বদা সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন।
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন।
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন।

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।

সতর্কতা: হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই উল্লিখিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন।

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা৯৯৯ কল করুন।


যেকোন তথ্য অথবা ভ্রমণ সহায়তার জন্য যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন-
→ ইমেইল – [email protected]

নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং সোশ্যাল চ্যানেলে
→ ইউটিউব – https://www.youtube.com/@BiratBazar
→ ফেইসবুক – https://www.facebook.com/BiratBazarOfficial
→ টুইটার –https://twitter.com/BiratBazar
→ ইন্সটাগ্রাম – https://www.instagram.com/biratbazar/
→ থ্রেডস – https://www.threads.net/@biratbazar
→ লিংকড ইন –https://www.linkedin.com/company/biratbazar
'; window._nslWebViewNoticeElement.insertAdjacentHTML("afterbegin", webviewNoticeHTML); document.body.appendChild(window._nslWebViewNoticeElement); } }); } } window._nslDOMReady(function () { window.nslRedirect = function (url) { if (scriptOptions._redirectOverlay) { const overlay = document.createElement('div'); overlay.id = "nsl-redirect-overlay"; let overlayHTML = ''; const overlayContainer = "
", overlayContainerClose = "
", overlaySpinner = "
", overlayTitle = "

" + scriptOptions._localizedStrings.redirect_overlay_title + "

", overlayText = "

" + scriptOptions._localizedStrings.redirect_overlay_text + "

"; switch (scriptOptions._redirectOverlay) { case "overlay-only": break; case "overlay-with-spinner": overlayHTML = overlayContainer + overlaySpinner + overlayContainerClose; break; default: overlayHTML = overlayContainer + overlaySpinner + overlayTitle + overlayText + overlayContainerClose; break; } overlay.insertAdjacentHTML("afterbegin", overlayHTML); document.body.appendChild(overlay); } window.location = url; }; let targetWindow = scriptOptions._targetWindow || 'prefer-popup', lastPopup = false; const buttonLinks = document.querySelectorAll(' a[data-plugin="nsl"][data-action="connect"], a[data-plugin="nsl"][data-action="link"]'); buttonLinks.forEach(function (buttonLink) { buttonLink.addEventListener('click', function (e) { if (lastPopup && !lastPopup.closed) { e.preventDefault(); lastPopup.focus(); } else { let href = this.href, success = false; if (href.indexOf('?') !== -1) { href += '&'; } else { href += '?'; } const redirectTo = this.dataset.redirect; if (redirectTo === 'current') { href += 'redirect=' + encodeURIComponent(window.location.href) + '&'; } else if (redirectTo && redirectTo !== '') { href += 'redirect=' + encodeURIComponent(redirectTo) + '&'; } if (targetWindow !== 'prefer-same-window' && checkWebView()) { targetWindow = 'prefer-same-window'; } if (targetWindow === 'prefer-popup') { lastPopup = NSLPopup(href + 'display=popup', 'nsl-social-connect', this.dataset.popupwidth, this.dataset.popupheight); if (lastPopup) { success = true; e.preventDefault(); } } else if (targetWindow === 'prefer-new-tab') { const newTab = window.open(href + 'display=popup', '_blank'); if (newTab) { if (window.focus) { newTab.focus(); } success = true; window._nslHasOpenedPopup = true; e.preventDefault(); } } if (!success) { window.location = href; e.preventDefault(); } } }); }); let buttonCountChanged = false; const googleLoginButtons = document.querySelectorAll(' a[data-plugin="nsl"][data-provider="google"]'); if (googleLoginButtons.length && checkWebView()) { googleLoginButtons.forEach(function (googleLoginButton) { if (scriptOptions._unsupportedWebviewBehavior === 'disable-button') { disableButtonInWebView(googleLoginButton); } else { googleLoginButton.remove(); buttonCountChanged = true; } }); } const facebookLoginButtons = document.querySelectorAll(' a[data-plugin="nsl"][data-provider="facebook"]'); if (facebookLoginButtons.length && checkWebView() && /Android/.test(window.navigator.userAgent) && !isAllowedWebViewForUserAgent('facebook')) { facebookLoginButtons.forEach(function (facebookLoginButton) { if (scriptOptions._unsupportedWebviewBehavior === 'disable-button') { disableButtonInWebView(facebookLoginButton); } else { facebookLoginButton.remove(); buttonCountChanged = true; } }); } const separators = document.querySelectorAll('div.nsl-separator'); if (buttonCountChanged && separators.length) { separators.forEach(function (separator) { const separatorParentNode = separator.parentNode; if (separatorParentNode) { const separatorButtonContainer = separatorParentNode.querySelector('div.nsl-container-buttons'); if (separatorButtonContainer && !separatorButtonContainer.hasChildNodes()) { separator.remove(); } } }) } }); /** * Cross-Origin-Opener-Policy blocked the access to the opener */if (typeof BroadcastChannel === "function") { const _nslLoginBroadCastChannel = new BroadcastChannel('nsl_login_broadcast_channel'); _nslLoginBroadCastChannel.onmessage = (event) => { if (window?._nslHasOpenedPopup && event.data?.action === 'redirect') { window._nslHasOpenedPopup = false; const url = event.data?.href; _nslLoginBroadCastChannel.close(); if (typeof window.nslRedirect === 'function') { window.nslRedirect(url); } else { window.opener.location = url; } } }; }})();