মানুষ কেন লোভী হয়?

মানুষ কেন লোভী হয়?


আমরা সকলেই জানি মানুষের মাঝে মৌলিক উপাদান পাঁচটি পানি, মাটি, আগুন, শক্তি এবং বায়ু। তন্মধ্যে পানি হলো অন্যতম। পানির স্বভাবগত বৈশিষ্ট্য হলো লোভ। যে কারণে পানি সমতল জায়গায় ঢেলে দিলে সে খুব সহজেই সাধ্যমত অনেক জায়গা আস্তে আস্তে দখল করে নেয়।

“মানুষের মধ্যে পানি উপাদানটি বিদ্যমান থাকায় মানুষের মধ্যে লোভ বিদ্যমান”।

এজন্য মানুষ সম্পদশালী হতে চায়। কিভাবে অন্যের সম্পদ, জায়গা-জমি দখল করা যায়, বাড়ি, গাড়ি, খাবার ও পোশাক-পরিচ্ছেদের ব্যবস্থা করা যায় তাই চিন্তা লেগে থাকে।

লোভ থেকে মুক্তি পাওয়ার উপায়:-
লোভ থেকে মুক্তি পেতে আল্লাহ তায়ালা সিয়ামের (রোযার) ব্যবস্থা করেছেন।

আল্লাহ তায়ালা বলেন-
” হে বিশ্বাসীগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ করা হয়েছিলো, যাতে তোমরা তাক্বওয়া অবলম্বন করতে পারো”। (সূরা বাকারা-১৮৩)

একজন মানুষ যখন তাক্বওয়াবান হবে দুনিয়ার মোহ তাকে গ্রাস করতে পাবেনা। আল্লাহর ভয়ে সমস্ত লোভ-লালসাকে বর্জন করবে।

ইসলামে লোভে পাপ সম্পর্কে আরো জানতে যোগাযোগ করুণ আমাদের ইমেইলে-
ইমেইল[email protected]

 

নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং সোশ্যাল চ্যানেলে-
ইউটিউব – https://www.youtube.com/@BiratBazar
ফেইসবুক – https://www.facebook.com/BiratBazarOfficial
→ টুইটার – https://twitter.com/BiratBazar
→ ইন্সটাগ্রাম – https://www.instagram.com/biratbazar/
থ্রেডস – https://www.threads.net/@biratbazar
লিংকড ইন – https://www.linkedin.com/company/biratbazar
 

 

মুসলিমতত্ত্ব সম্পর্কিত অন্যান্য পোস্টসমূহ-

 

Leave a Reply