fbpx
সুন্নাহর আদ্যপান্তসুন্নাহর আদ্যপান্ত

সুন্নাহর আদ্যপান্ত


The Sunnah of the prophet (sm) is on of the basis of Islamic injunction. কুরআন মাজিদ মানবজীবনের ইহলৌকিক ও পারলৌকিক জীবনের কল্যাণকর একটি পূর্ণাঙ্গ সংবিধান। ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস হলো সুন্নাহ। অতএব সুন্নাতে রাসূল (সাঃ) ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। 

 

 🎤🎤🎤পরিচয়ঃ-

🔶🔶আভিধানিক অর্থঃ- সুন্নাহ (السنة) শব্দটি আরবি। এটি এক বচন। বহুবচনে السنن , অর্থ হলো-

১.  الطريقة পদ্ধতি, পথ, পন্থা। 

২. السيرة চরিত্র। 

৩. الخصلة অভ্যাস।

৪. الطبيعة স্বভাব-প্রকৃতি।

৫. الشريعة জীবনব্যবস্থা।

৬. আল-কামুসুল ফিকহী গ্রন্থে বলা হয়েছে: সুন্নাহ অর্থ হলো- পদ্ধতি,  প্রথা, ব্যবহার, অভ্যাস, নীতি ও সংবিধান প্রভৃতি। 

৭. আল্লামা শাওকানী বলেন: সুন্নাহ অর্থ – প্রচলিত পদ্ধতি। 

৮. আল্লামা ইমাম খাত্তাবী বলেন: সুন্নাহ অর্থ – প্রশংসনীয় রীতি বা পদ্ধতি।

৯. শায়খ আলবানী বলেন: সুন্নাহ হলো- সমাজ জীবনে প্রচলিত সাধারণ রীতি পদ্ধতির নাম।

১০. আল্লামা ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন: সুন্নাহ হলো- পথ বা পন্থা। 

 

🔶🔶পারিভাষিক সংজ্ঞাঃ-

⏺️হাদিস বিশারদের দৃষ্টিতে সুন্নাহ:-

১. ইসলামি শরিয়তের পরিভাষায় ; “নবী করীম (সাঃ) এর পবিত্র মুখনিসৃত বানী, কার্যপ্রণালী ও মৌনসম্মতি। ব্যাপকার্থে সাহাবী ও তাবেঈগনের কথা, কাজ ও মৌনসম্মতিকেও সুন্নাহ বলা হয়ে থাকে।

২. মুজামুল ওয়াসীত গ্রন্থকারের মতে; “সুন্নাহ হলো দ্বীনের এমন সীমিত কাজের জ্ঞান লাভ করা, যা ফরজ বা ওয়াজিব নয়”।

৩. আল্লামা আল জাযায়েরী (রহ.) বলেন; “সুন্নাহ অধিকাংশ ক্ষেত্রে নবী করীম (সাঃ)  এর নামে কথিত কথা, কাজ ও মৌনসমর্থনকে বুঝায়”।

৪. শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী (রহ.) বলেন; ” রাসূল (সাঃ) এর কাছ থেকে যা কিছু এসেছে, তাই সুন্নাহ”।

 

⏺️উসূলবিদদের দৃষ্টিতে সুন্নাহ:-

১. উসূলবিদদের পরিভাষায়: “মৌলিক বিধানগত বিষয়ে রাসূল (সাঃ) এর কথা, কাজ ও মৌনসমর্থনকে সুন্নাহ বলে”।

২. আল্লামা আবুল বারাকাত আন-নাসাফী (রহ.) বলেন: ” রাসূল (সাঃ) এর কথা, কাজ ও মৌনসম্মতি এবং সাহাবায়ে কেরামের কথা, কাজ ও মৌনসমর্থনকে সুন্নাহ বলে”।

 

⏺️ফিকহবিদদের দৃষ্টিতে সুন্নাহ:-

১. ফিকাহ শাস্ত্রে: “সুন্নাহ বলা হয় এমন কাজকে যা ফরজ বা ওয়াজিব নয় বটে কিন্তু তা রাসূল (সাঃ) এর কথা, কর্ম বা অনুমোদন হিসাবে প্রতিষ্ঠিত “।

২. আরবি ভাষাবিদদের মতে: “রাসূল (সাঃ) এর কথা ও কর্ম, জাতীয় আদেশ, নিষেধ ও মৌনসম্মতি যেগুলো পবিত্র কুরআনে উদ্ধৃত হয়নি তাকে সুন্নাহ বলা হয়”।

 

🎤 হাদিসের অপর নাম সুন্নাহ। ইহা ইসলামের অন্যতম একটি পরিভাষা। হাদিস ও সুন্নাহ পরস্পর সমার্থবোধক হলেও অধিকাংশ সময় রাসূল (সাঃ) এর বানীকে হাদিস এবং তার কর্মপন্থা ও জীবন পদ্ধতিকে সুন্নাহ বলা হয়।

 

 


Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the schema-and-structured-data-for-wp domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/birajcrj/public_html/blog/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/birajcrj/public_html/blog/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math-pro domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/birajcrj/public_html/blog/wp-includes/functions.php on line 6114