ইমাম নববী (রহ.)-এর জীবনীইমাম নববী (রহ.)-এর জীবনী

ইমাম নববী (রহ.)-এর জীবনী


প্রায় চৌদ্দশত ৫০ বছর পরে পবিত্র কুরআনুল কারিম সম্পূর্ণ অপরিবর্তিত ও অবিকৃত অবস্থায় আমাদের সামনে রয়ে গেছে। হাদিস বিকৃত করার বহুতর অপচেষ্টা চালানো হয়েছে কিন্তু উম্মতে মুহাম্মাদী অসাধারণ পরিশ্রম, আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের বিনিময়ে সত্য, নির্ভূল ও যথার্থ হাদিসগুলোকে বাছাই করে সংরক্ষিত রাখতে সক্ষম হয়েছে। রাসূল (সাঃ)- এর জীবনকাল থেকে হাদিস লেখার সোনালী অধ্যায়ের সূত্রপাত হয়। প্রথম দিকে সাহাবী, তাবেঈ ও তাবে-তাবেঈগণ বিভিন্ন বিষয় ভিত্তিক পৃথক পৃথক গ্রন্থাকারে হাদিস লিপিবদ্ধ করতে থাকেন। ইমাম নববী (রহ.) তন্মধ্যে অন্যতম।

✍️নাম ও বংশধারাঃ-

ইমাম নববীর মূল নাম “ইয়াহইয়া” ডাকনাম “জাকারিয়া” পুরো নাম “শাইখ মহিউদ্দিন আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে শারাফ আল-নাবাবী আল দামে” উপাধি “মহিউদ্দিন, ইমাম।”

✍️জন্ম পরিচয়ঃ-

ইমাম নববী (রহ.) ৫ই মুহররম, ৬৩১ মোতাবেক ১২৩৩ খ্রিস্টাব্দে দামেস্কের সন্নিকটে “নাওয়া” নামক স্থানে বর্তমান সিরিয়াতে জন্মগ্রহণ করেন।

✍️শৈশবকাল ও প্রাথমিক শিক্ষাঃ-

ইমাম নববী (রহ.) তার শৈশবকাল বর্তমান সিরিয়ার “নাওয়া” নামক জনপদে অতিবাহিত করেন। লেখাপড়ার হাতেখড়ি ও হয় এই এলাকায়। মক্তবে আরবি বর্ণমালা শিক্ষা, আল কুরআন তিলাওয়াত ও হিফজুল কুরআনের মধ্য দিয়ে তিনি তাঁর শিক্ষা জীবনের শুরু করেন। শৈশব ও কৈশোরে খেলাধূলার প্রতি তার কোন মনোযোগই ছিলো না। পিতা ব্যবসায় সম্পৃক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি ভদ্র ও শান্তশিষ্ট ছিলেন। তিনি কৈশোরে করআন মুখস্থ করেন। তাঁর স্মরণশক্তি, প্রতিভা ও জ্ঞান অর্জনের প্রতি গভীর অনুরাগ তার শিক্ষকদের আকৃষ্ট করেছিল।তিনি স্বল্প সময়ে কুরআন, হাদিস, নাহু, সরফ, মানতিক, ফিকহ এবং উসূল আল-ফিকহ বিষয়ে দক্ষতা অর্জন করেন।

✍️উচ্চতর শিক্ষা লাভঃ-

ইমাম নববী (রহ.) প্রাথমিক শিক্ষা লাভের পর উচ্চতর জ্ঞানার্জনের জন্য ব্যাকুল হয়ে উঠেন। তখন পিতা উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে তৎকালীন জ্ঞান-বিজ্ঞানের প্রাণকেন্দ্র দামেস্কে চলে আসেন। দামেস্কে উচ্চতর জ্ঞান আরোহণে তৎকালীন যগের শ্রেষ্ঠ ইসলামি চিন্তাবিদ ও শ্রেষ্ঠ আলেমদের সান্নিধ্য লাভ করেন। বিশেষত প্রসিদ্ধ উস্তাদ কামাল ইবনে আহমাদের কাছে তিনি অধিক সময় অতিবাহিত করেন।

✍️বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জনঃ-

তিনি প্রতিদিন ১২টা বিষয় পড়তেন। উল্লেখযোগ্য ছিল – আল জামউ বাইনাস সহিহাইন, সহিহ মুসলিম, নাহু, সরফ, মানতিক, উসূলে ফিকহ ও আসমাউর রেজাল। তিনি কোন বিষয় একবার পড়লে স্মৃতিপটে অক্ষয় হয়ে থাকত।

✍️চারিত্রিক বৈশিষ্ট্যঃ-

ইমাম নববী (রহ.) একজন আলেম ও মুহাদ্দিস হিসাবেই খ্যাত ছিলেন না, তার উন্নত চরিত্র, তাকওয়া ও অনাড়ম্বর জীবনযাপন ও সমকালীন ইসলামি সমাজে আদর্শ হিসাবে গৃহীত হয়েছিল। তিনি মোটা কাপড় পরিধান করতেন। শিক্ষিত-অশিক্ষিত, আমীর-ফকির সবাই তাকে সম্মান করতেন। দুনিয়ার এত সম্মান লাভ করার পর ও কখনো অর্থ, সম্মান, পদ, ও ক্ষমতার পিছনে ছুটেননি। তিনি কখনো সরকারি অর্থ ও সহায়তা গ্রহণ করেননি। এমনকি কারো কাছে কোন দান ও গ্রহণ করেননি।

✍️ইসলাম প্রচার ও সাধনায়ঃ-

ইমাম নববী (রহ.) ইসলামের একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি ইলমের প্রচার ও প্রসারে জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন। সারাদিন ইলমের প্রচার ও প্রসার করতেন না বরং ইবাদত বন্দেগীতে গভীরভাবে মনোনিবেশ করতেন। অল্পক্ষণ আরাম করতেন। সারা দিন-রাতের মধ্যে একবার খেতেন, আর যখনই খেতেন শুধু পানি খেতেন। ইলম চর্চায় দিন দিন তার ছাত্র সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। যারা পরবর্তীতে অনেকেই জগৎজোড়া খ্যাতি অর্জন করেন।

✍️ইমাম নববীর গ্রন্হরচনাঃ-

ইমাম নববী (রহ.) তার ৪৫ বছরের জীবনকালে অনেক মূল্যবান গ্রন্থ প্রনয়ণ করেছেন। উল্লেখযোগ্য হলো- শারহু সহিহ আল বুখারী, কিতাবুল রাওদাহ, শরহে মুহাযযাব, কিতাবুল আযকার, কিতাবুল মুবহামাত, আল ফাতওয়া, জামেউস সুন্নাহ, খুলাসাতুল আহকাম, বুস্তানুল আরেফীন, আল-আরবাঈন আন-নববিয়্যাহ, মানাকিবুল শাফিয়িয়্যাহ ও শারহু সুনানে আবু দাউদ।

✍️ইন্তিকালঃ-

হাদিস শাস্ত্রের অন্যতম দিপাল ইমাম নববী (রহ.) ৬৭৫ হিজরি মোতাবেক ১২৭৭ খ্রিস্টাব্দে ১০ই ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামস্কের নিকট “নাওয়া” গ্রামে ইন্তিকাল করেন।

Leave a Reply

'; window._nslWebViewNoticeElement.insertAdjacentHTML("afterbegin", webviewNoticeHTML); document.body.appendChild(window._nslWebViewNoticeElement); } }); } } window._nslDOMReady(function () { window.nslRedirect = function (url) { if (scriptOptions._redirectOverlay) { const overlay = document.createElement('div'); overlay.id = "nsl-redirect-overlay"; let overlayHTML = ''; const overlayContainer = "
", overlayContainerClose = "
", overlaySpinner = "
", overlayTitle = "

" + scriptOptions._localizedStrings.redirect_overlay_title + "

", overlayText = "

" + scriptOptions._localizedStrings.redirect_overlay_text + "

"; switch (scriptOptions._redirectOverlay) { case "overlay-only": break; case "overlay-with-spinner": overlayHTML = overlayContainer + overlaySpinner + overlayContainerClose; break; default: overlayHTML = overlayContainer + overlaySpinner + overlayTitle + overlayText + overlayContainerClose; break; } overlay.insertAdjacentHTML("afterbegin", overlayHTML); document.body.appendChild(overlay); } window.location = url; }; let targetWindow = scriptOptions._targetWindow || 'prefer-popup', lastPopup = false; const buttonLinks = document.querySelectorAll(' a[data-plugin="nsl"][data-action="connect"], a[data-plugin="nsl"][data-action="link"]'); buttonLinks.forEach(function (buttonLink) { buttonLink.addEventListener('click', function (e) { if (lastPopup && !lastPopup.closed) { e.preventDefault(); lastPopup.focus(); } else { let href = this.href, success = false; if (href.indexOf('?') !== -1) { href += '&'; } else { href += '?'; } const redirectTo = this.dataset.redirect; if (redirectTo === 'current') { href += 'redirect=' + encodeURIComponent(window.location.href) + '&'; } else if (redirectTo && redirectTo !== '') { href += 'redirect=' + encodeURIComponent(redirectTo) + '&'; } if (targetWindow !== 'prefer-same-window' && checkWebView()) { targetWindow = 'prefer-same-window'; } if (targetWindow === 'prefer-popup') { lastPopup = NSLPopup(href + 'display=popup', 'nsl-social-connect', this.dataset.popupwidth, this.dataset.popupheight); if (lastPopup) { success = true; e.preventDefault(); } } else if (targetWindow === 'prefer-new-tab') { const newTab = window.open(href + 'display=popup', '_blank'); if (newTab) { if (window.focus) { newTab.focus(); } success = true; window._nslHasOpenedPopup = true; e.preventDefault(); } } if (!success) { window.location = href; e.preventDefault(); } } }); }); let buttonCountChanged = false; const googleLoginButtons = document.querySelectorAll(' a[data-plugin="nsl"][data-provider="google"]'); if (googleLoginButtons.length && checkWebView()) { googleLoginButtons.forEach(function (googleLoginButton) { if (scriptOptions._unsupportedWebviewBehavior === 'disable-button') { disableButtonInWebView(googleLoginButton); } else { googleLoginButton.remove(); buttonCountChanged = true; } }); } const facebookLoginButtons = document.querySelectorAll(' a[data-plugin="nsl"][data-provider="facebook"]'); if (facebookLoginButtons.length && checkWebView() && /Android/.test(window.navigator.userAgent) && !isAllowedWebViewForUserAgent('facebook')) { facebookLoginButtons.forEach(function (facebookLoginButton) { if (scriptOptions._unsupportedWebviewBehavior === 'disable-button') { disableButtonInWebView(facebookLoginButton); } else { facebookLoginButton.remove(); buttonCountChanged = true; } }); } const separators = document.querySelectorAll('div.nsl-separator'); if (buttonCountChanged && separators.length) { separators.forEach(function (separator) { const separatorParentNode = separator.parentNode; if (separatorParentNode) { const separatorButtonContainer = separatorParentNode.querySelector('div.nsl-container-buttons'); if (separatorButtonContainer && !separatorButtonContainer.hasChildNodes()) { separator.remove(); } } }) } }); /** * Cross-Origin-Opener-Policy blocked the access to the opener */if (typeof BroadcastChannel === "function") { const _nslLoginBroadCastChannel = new BroadcastChannel('nsl_login_broadcast_channel'); _nslLoginBroadCastChannel.onmessage = (event) => { if (window?._nslHasOpenedPopup && event.data?.action === 'redirect') { window._nslHasOpenedPopup = false; const url = event.data?.href; _nslLoginBroadCastChannel.close(); if (typeof window.nslRedirect === 'function') { window.nslRedirect(url); } else { window.opener.location = url; } } }; }})();