fbpx
মানুষ অহংকার কেন করে?

মানুষ কেন অহংকার করে?


মানুষের মাঝে মৌলিক উপাদান পাঁচটি পানি, মাটি, আগুন, শক্তি এবং বায়ু। তার মধ্যে অন্যতম হলো আগুন। আগুনের স্বভাবগত বৈশিষ্ট্য অহংকার। আগুন জ্বালালে উপরের দিকে উঠতে থাকে। ইবলিস আগুনের তৈরি আর আদম (আঃ) মাটির তৈরি। মাটিকে ছেড়ে দিলে নিচের দিকে পড়ে। আগুন উর্ধ্বগামী আর মাটি নিম্নগামী হওয়ায় ইবলিস আদম (আঃ) কে অহংকার করে সিজদা করেনি।

“যেহেতু উক্ত উপাদান মানুষের মধ্যে রয়েছে তাই মানুষ অহংকার করে”।


আগুন যেমন সব কিছুকে মিটিয়ে দেয়, অহংকার তেমনি মানুষের সকল নেক আমল মিটিয়ে দেয়।

“আল্লাহ তায়ালা অহংকারীকে পছন্দ করেন না”। ( সূরা নাহল-২৩)

“অহংকার বশতঃ তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না, কারণ আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করেন না”। (সূরা লোকমান-১৮)


আল্লাহ তায়ালা কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না তার মধ্যে অন্যতম হলো অহংকারী।

অহংকার থেকে মুক্তির উপায়:-
অহংকার থেকে মুক্তি পেতে আল্লাহ তায়ালা সালাতের বিধান দিয়েছেন। সালাতের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে অপরাধীর ন্যায় দাড়িয়ে, রুকুর মাধ্যমে মাথা ঝুকিয়ে এবং সিজদার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ অঙ্গ চেহারাকে মাটির সাথে মিশিয়ে নিজেকে আল্লাহর কাছে গোলাম হিসাবে পেশ করে। সে যেন জানান দিল যে, আমি মাটি থেকে তৈরি হয়েছি আবার মাটির সাথেই মিশে যাব আমার অহংকার করার মতো কিছুই নেই।

ইসলামে অহংকার সম্পর্কিত পাপ সম্পর্কে আরো জানতে যোগাযোগ করুণ আমাদের ইমেইলে-
ইমেইলadmin@biratbazar.com

 

নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং সোশ্যাল চ্যানেলে-
ইউটিউব – https://www.youtube.com/@BiratBazar
ফেইসবুক – https://www.facebook.com/BiratBazarOfficial
→ টুইটার – https://twitter.com/BiratBazar
→ ইন্সটাগ্রাম – https://www.instagram.com/biratbazar/
থ্রেডস – https://www.threads.net/@biratbazar
লিংকড ইন – https://www.linkedin.com/company/biratbazar
 

 

মুসলিমতত্ত্ব সম্পর্কিত অন্যান্য পোস্টসমূহ-

 

Leave a Reply