fbpx
ইমাম নববী (রহ.)-এর জীবনীইমাম নববী (রহ.)-এর জীবনী

ইমাম নববী (রহ.)-এর জীবনী


প্রায় চৌদ্দশত ৫০ বছর পরে পবিত্র কুরআনুল কারিম সম্পূর্ণ অপরিবর্তিত ও অবিকৃত অবস্থায় আমাদের সামনে রয়ে গেছে। হাদিস বিকৃত করার বহুতর অপচেষ্টা চালানো হয়েছে কিন্তু উম্মতে মুহাম্মাদী অসাধারণ পরিশ্রম, আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের বিনিময়ে সত্য, নির্ভূল ও যথার্থ হাদিসগুলোকে বাছাই করে সংরক্ষিত রাখতে সক্ষম হয়েছে। রাসূল (সাঃ)- এর জীবনকাল থেকে হাদিস লেখার সোনালী অধ্যায়ের সূত্রপাত হয়। প্রথম দিকে সাহাবী, তাবেঈ ও তাবে-তাবেঈগণ বিভিন্ন বিষয় ভিত্তিক পৃথক পৃথক গ্রন্থাকারে হাদিস লিপিবদ্ধ করতে থাকেন। ইমাম নববী (রহ.) তন্মধ্যে অন্যতম।

 

✍️নাম ও বংশধারাঃ-

ইমাম নববীর মূল নাম “ইয়াহইয়া” ডাকনাম “জাকারিয়া” পুরো নাম “শাইখ মহিউদ্দিন আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে শারাফ আল-নাবাবী আল দামে” উপাধি “মহিউদ্দিন, ইমাম।”

✍️জন্ম পরিচয়ঃ-

ইমাম নববী (রহ.) ৫ই মুহররম, ৬৩১ মোতাবেক ১২৩৩ খ্রিস্টাব্দে দামেস্কের সন্নিকটে “নাওয়া” নামক স্থানে বর্তমান সিরিয়াতে জন্মগ্রহণ করেন।

✍️শৈশবকাল ও প্রাথমিক শিক্ষাঃ-

ইমাম নববী (রহ.) তার শৈশবকাল বর্তমান সিরিয়ার “নাওয়া” নামক জনপদে অতিবাহিত করেন। লেখাপড়ার হাতেখড়ি ও হয় এই এলাকায়। মক্তবে আরবি বর্ণমালা শিক্ষা, আল কুরআন তিলাওয়াত ও হিফজুল কুরআনের মধ্য দিয়ে তিনি তাঁর শিক্ষা জীবনের শুরু করেন। শৈশব ও কৈশোরে খেলাধূলার প্রতি তার কোন মনোযোগই ছিলো না। পিতা ব্যবসায় সম্পৃক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি ভদ্র ও শান্তশিষ্ট ছিলেন। তিনি কৈশোরে করআন মুখস্থ করেন। তাঁর স্মরণশক্তি, প্রতিভা ও জ্ঞান অর্জনের প্রতি গভীর অনুরাগ তার শিক্ষকদের আকৃষ্ট করেছিল।তিনি স্বল্প সময়ে কুরআন, হাদিস, নাহু, সরফ, মানতিক, ফিকহ এবং উসূল আল-ফিকহ বিষয়ে দক্ষতা অর্জন করেন।

✍️উচ্চতর শিক্ষা লাভঃ-

ইমাম নববী (রহ.) প্রাথমিক শিক্ষা লাভের পর উচ্চতর জ্ঞানার্জনের জন্য ব্যাকুল হয়ে উঠেন। তখন পিতা উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে তৎকালীন জ্ঞান-বিজ্ঞানের প্রাণকেন্দ্র দামেস্কে চলে আসেন। দামেস্কে উচ্চতর জ্ঞান আরোহণে তৎকালীন যগের শ্রেষ্ঠ ইসলামি চিন্তাবিদ ও শ্রেষ্ঠ আলেমদের সান্নিধ্য লাভ করেন। বিশেষত প্রসিদ্ধ উস্তাদ কামাল ইবনে আহমাদের কাছে তিনি অধিক সময় অতিবাহিত করেন।

✍️বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জনঃ-

তিনি প্রতিদিন ১২টা বিষয় পড়তেন। উল্লেখযোগ্য ছিল – আল জামউ বাইনাস সহিহাইন, সহিহ মুসলিম, নাহু, সরফ, মানতিক, উসূলে ফিকহ ও আসমাউর রেজাল। তিনি কোন বিষয় একবার পড়লে স্মৃতিপটে অক্ষয় হয়ে থাকত।

✍️চারিত্রিক বৈশিষ্ট্যঃ-

ইমাম নববী (রহ.) একজন আলেম ও মুহাদ্দিস হিসাবেই খ্যাত ছিলেন না, তার উন্নত চরিত্র, তাকওয়া ও অনাড়ম্বর জীবনযাপন ও সমকালীন ইসলামি সমাজে আদর্শ হিসাবে গৃহীত হয়েছিল। তিনি মোটা কাপড় পরিধান করতেন। শিক্ষিত-অশিক্ষিত, আমীর-ফকির সবাই তাকে সম্মান করতেন। দুনিয়ার এত সম্মান লাভ করার পর ও কখনো অর্থ, সম্মান, পদ, ও ক্ষমতার পিছনে ছুটেননি। তিনি কখনো সরকারি অর্থ ও সহায়তা গ্রহণ করেননি। এমনকি কারো কাছে কোন দান ও গ্রহণ করেননি।

✍️ইসলাম প্রচার ও সাধনায়ঃ-

ইমাম নববী (রহ.) ইসলামের একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি ইলমের প্রচার ও প্রসারে জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন। সারাদিন ইলমের প্রচার ও প্রসার করতেন না বরং ইবাদত বন্দেগীতে গভীরভাবে মনোনিবেশ করতেন। অল্পক্ষণ আরাম করতেন। সারা দিন-রাতের মধ্যে একবার খেতেন, আর যখনই খেতেন শুধু পানি খেতেন। ইলম চর্চায় দিন দিন তার ছাত্র সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। যারা পরবর্তীতে অনেকেই জগৎজোড়া খ্যাতি অর্জন করেন।

✍️ইমাম নববীর গ্রন্হরচনাঃ-

ইমাম নববী (রহ.) তার ৪৫ বছরের জীবনকালে অনেক মূল্যবান গ্রন্থ প্রনয়ণ করেছেন। উল্লেখযোগ্য হলো- শারহু সহিহ আল বুখারী, কিতাবুল রাওদাহ, শরহে মুহাযযাব, কিতাবুল আযকার, কিতাবুল মুবহামাত, আল ফাতওয়া, জামেউস সুন্নাহ, খুলাসাতুল আহকাম, বুস্তানুল আরেফীন, আল-আরবাঈন আন-নববিয়্যাহ, মানাকিবুল শাফিয়িয়্যাহ ও শারহু সুনানে আবু দাউদ।

✍️ইন্তিকালঃ-

হাদিস শাস্ত্রের অন্যতম দিপাল ইমাম নববী (রহ.) ৬৭৫ হিজরি মোতাবেক ১২৭৭ খ্রিস্টাব্দে ১০ই ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামস্কের নিকট “নাওয়া” গ্রামে ইন্তিকাল করেন।

Leave a Reply


Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the schema-and-structured-data-for-wp domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/birajcrj/public_html/blog/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/birajcrj/public_html/blog/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math-pro domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/birajcrj/public_html/blog/wp-includes/functions.php on line 6114