fbpx
ব্ল্যাক মেইলিং বা সাইবার বুলিং এর শিকার হলে করণীয়

ব্ল্যাক মেইলিং বা সাইবার বুলিং এর শিকার হলে করণীয়


ব্ল্যাক মেইলিং বা সাইবার বুলিং এর শিকার হওয়ার পূর্বে জানতে হবে ব্ল্যাক মেইলিং বা সাইবার বুলিং কি?
ব্ল্যাক মেইলিং বা সাইবার বুলিং হচ্ছে কোন প্রতারক কর্তৃক মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কোন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে টাকা বা অন্য কিছু দাবী করা। ব্ল্যাক মেইলিং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ঘটতে পারে। গোপনে কোন নারীর অশালীন ছবি অথবা ভিডিও ধারণ করে সেটা ফেইসবুকে পোস্ট করার ভয় দেখিয়ে টাকা দাবী করা, অবৈধ যৌন সম্মতি আদায় করা, চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে কোথাও আটকে রেখে ধর্ষণ করা, ফেক ফেইসবুক আইডি খুলে নিজের পরিবর্তে অন্য কোন নারীর ছবি ব্যবহার করা ইত্যাদি ব্ল্যাক মেইলিং বা সাইবার বুলিং হিসেবে গণ্য হয়। এছাড়াও পুরুষ মানুষকে কোন নারী দ্বারা অনৈতিক কাজের লোভ দেখিয়ে কোন গোপন স্থানে আটকে রেখে ছবি বা ভিডিও ধারন করে টাকা অথবা অন্য কিছু দাবী করাও ব্ল্যাক মেইলিং। এইসব অপরাধের জন্য বাংলাদেশ পেনাল কোড আইন ১৮৬০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর বিভিন্ন ধারা মোতাবেক শাস্তির বিধান করা হয়েছে। বর্তমান ডিজিটাল যুগে মানুষের জীবন যাত্রার মান যেমন উন্নত হয়েছে, তেমনি অপরাধিরাও অপরাধের ধরণ পরিবর্তন করেছে। অপরাধিদের হাত থেকে রক্ষা পেতে হলে নিজেকে কিছুটা কৌশলী হতে হবে, নইলে সার্বক্ষনিক ক্ষতিগ্রস্ত হতে হবে।


ব্ল্যাক মেইলিং এর শিকার হতে রক্ষা পাওয়ার জন্য কিছু সতর্কতা উল্লেখ করা হলো-
      ১। নারীদের ক্ষেত্রে গোসল করার সময় অথবা হোস্টেলে অবস্থানকালে কেউ যেনো গোপনে ছবি কিংবা ভিডিও ধারণ করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
      ২। একান্ত মুহুর্ত গুলোতে অতি অপনজনকে বিশ্বাস করে অশালীন ছবি অথবা ভিডিও ধারণ করার সুযোগ দেওয়া যাবেনা।
      ৩। কোন প্রতারক কিংবা অপরিচিত ব্যক্তির প্রলোভনে অজ্ঞাত স্থানে যাওয়া যাবে না।
      ৪। ফেইসবুক আইডিতে ছবি পোস্ট করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।
      ৫। পুরুষদের ক্ষেত্রে কোন নারীর প্রতি আসক্ত হয়ে অনৈতিক কাজ করার সুযোগ নেওয়া যাবে না।

ব্ল্যাক মেইল্ড হলে করণীয়-
       ১। নারীদের ক্ষেত্রে যে আইডি দ্বারা ব্ল্যাক মেইল্ড করা হয়েছে সেই আইডিতে ধারণকৃত ছবি অথবা ভিডিও লিংক সহ ডাউনলোড করে স্থানীয় থানায় লিখিত এজাহার দায়ের করতে হবে। অভিযুক্ত ব্যক্তি পূর্ব পরিচিত হলে এজাহারে তার নাম উল্লেখ করতে হবে। এছাড়াও জরুরী সেবা পেতে চাইলে বাংলাদেশ পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন (PCSW) মোবাইল নাম্বার ০১৩২০-০০০৮৮৮ এ যোগাযোগ করতে হবে।
       ২। পুরুষদের ক্ষেত্রে যে আইডি হতে ব্ল্যাক মেইল্ড করা হয়েছে সেই আইডিতে ধারণকৃত ছবি অথবা ভিডিও লিংক সহ ডাউনলোড করে স্থানীয় থানায় লিখিত এজাহার দায়ের করতে হবে। অভিযুক্ত ব্যক্তি পূর্ব পরিচিত হলে এজাহারে তার নাম উল্লেখ করতে হবে। জরুরী সেবা পেতে চাইলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করতে হবে।


তথ্যসূত্র-
মোঃ সিরাজুল ইসলাম
(পুলিশ পরিদর্শক)

 

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন

Leave a Reply