হাদিস অভিজ্ঞান
হাদিস হলো ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস। হাদিস হলো কুরআনের ব্যাখ্যা। আসুন হাদিস সম্পর্কে জানি।
পরিচয়ঃ-
হাদিস (حديث) শব্দটি একবচন, বহুবচনে আহাদিছু (احاديث), যা হাদছুন (حدث) মূলধাতু থেকে এসেছে।
আভিধানিক অর্থঃ-
ক) القول কথা, বাণী।
খ) الخبر والنداء সংবাদ, খবর নতুন কথা।
গ) الرؤيا স্বপ্নকালীন কথাবার্তা।
ঘ) الوعظ উপদেশ।
ঙ) القمص কাহিনী, ঘটনা।
চ) الخطبة বক্তব্য
ছ) বর্ণনা করা, প্রকাশ করা বা কথা বলা
জ) আল কুরআন
পারিভাষিক সংজ্ঞাঃ-
ক) আল্লামা ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন-
“হাদিস হচ্ছে মহানবী (সাঃ) এর কথা, কাজ ও মৌনসম্মতি। (সূত্র: ফাতহুল বারী)
খ) বুখারী শরিফের ভূমিকায় আছে-
” হাদিস হচ্ছে এমন জ্ঞান, যার মাধ্যমে রাসূল (সাঃ) এর কথা, কাজ ও অবস্থা সম্পর্কে পরিচিত হওয়া যায়”।
গ) আল কামসূল ফিকহী প্রণেতার ভাষ্য মতে-
“শরয়ী পরিভাষায় রাসূল (সাঃ) এর কথা, কাজ ও মৌনসম্মতিই হাদিস”।
ঘ) আল্লামা আহমদ মোল্লাজিউন বলেন- “কেবল রাসূল (সাঃ) এর কথাকেই হাদিস বলা হয়”।
ঙ) জমহুর মুহাদ্দিসীনের পরিভাষায়— “হাদিস হলো এমন কথা, কাজ ও সমর্থন যা মহানবী (সাঃ) এর দিকে সম্বোধন করা হয়েছে। এমনিভাবে হাদিস শব্দটি সাহাবী ও তাবেঈদের কথা, কাজ ও সমর্থন এর উপর প্রযোজ্য”।
🔶পবিত্র কুরআন অনুধাবনের জন্য হাদিসের বিকল্প কিছু নেই। ইহলৌকিক শান্তি, সমৃদ্ধি ও পরলৌকিক মুক্তি ও সাফল্য লাভে হাদিসের অনুসরণ মুমিন জীবনের একান্ত অপরিহার্য।