হজ্জ ও ওমরাহর রুকন ও ওয়াজিব সমূহ
আল্লাহর রাসুল (মুহাম্মাদ) বলেছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। কালেমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাত। যার মধ্যে হজ্জ একটি। হজ্জ শব্দের অর্থ ইচ্ছা করা। নির্ধারিত শর্তসহ নির্দিষ্ট সময়ে বিশেষ পদ্ধতিতে ইবাদত করার জন্য মক্কায় গমনের ইচ্ছা করাকে হজ্জ বলে। সামর্থ্যবান ব্যক্তির ওপর গোটা জীবনে একবার হজ করা ফরজ।
↔️হজ্জের রুকন সমূহ↔️
হজ্জের রুকন ৪টি যথাঃ-
➡️১. ইহরাম বাঁধা।
➡️২. আরাফার ময়দানে অবস্থান করা।
➡️৩. তাওয়াফে ইফাযাহ (হজ্জের তাওয়াফ) করা
➡️৪. সাফা-মারওয়ায় সাঈ করা।
🔶🔶বিঃদ্রঃ কোন একটি রুকন ছুটে গেলে বা তরক হলে হজ্জ বিনষ্ট হয়।
↔️হজ্জের ওয়াজিব সমূহ↔️
হজ্জের ওয়াজিব ৭টি যথাঃ-
➡️১. মীক্বাত (ইহরাম বাধার স্থান) হতে ইহরাম বাঁধা
➡️২. আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা।
➡️৩. মুযদালিফায় রাত্রি যাপন করা
➡️৪. আইয়্যামে তাশরীকের রাত্রিগুলি মিনায় অতিবাহিত করা।
➡️৫. ১০ তারিখে জামরাতুল আকাবায় ও ১১, ১২, ১৩ তারিখে ৩ জামরায় কংকর নিক্ষেপ করা।
➡️৬. মাথা মুণ্ডন করা অথবা মাথার চুল ছোট করা।
➡️৭. বিদায়ী তাওয়াফ করা।
🔶🔶বিঃদ্রঃ যদি হজ্জের ওয়াজিব ছুটে যায় বা তরক হয় তাহলে “ফিদইয়া” ওয়াজিব হয়। এজন্য
⏺️একটি ছাগল/বকরী কুরবানী দিতে হবে
⏺️অথবা ৬ জন মিসকিনকে ৩ ছা খাদ্য দিতে হবে (এক ছা ২.৫ কেজি)
⏺️অথবা ৩ টি সিয়াম পালন করবে।
অপরদিকে, ওমরাহ শব্দের আভিধানিক অর্থ হলো ভ্রমণ করা। জীবনে একবার ওমরাহ করা সুন্নতে মুয়াক্কাদা। এটা যখনই করা হোক, তার জন্য প্রতিদান ও বরকত রয়েছে। কোরআন ও হাদিসে ওমরাহর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা আল্লাহর উদ্দেশে হজ্জ ও ওমরাহ পরিপূর্ণভাবে পালন করো।’ (সুরা বাকারা: ১৯৬)। আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহ থেকে পরবর্তী ওমরাহ পর্যন্ত মাঝখানের গোনাহগুলোর জন্য কাফফারা স্বরূপ।’ (বোখারি: ১৬৮৩, মুসলিম: ৩৩৫৫)। ওমরাহ দারিদ্র্য বিমোচন করে। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা হজ্জ ও ওমরাহ আদায় করো। কেননা, হজ্জ ও ওমরাহ দারিদ্র্য বিমোচন ও গোনাহ দূর করে দেয় ঠিক সেভাবে, যেভাবে হাঁপরের আগুন লোহা, সোনা ও রুপা থেকে ময়লা দূর করে দেয়।’ (তিরমিজি: ৮১০)।
↔️ওমরাহর রুকন সমূহ ↔️
ওমরাহর রুকন ৩ টি যথাঃ-
➡️১. ইহরাম বাঁধা।
➡️২. তাওয়াফ করা ও
➡️৩. সাঈ করা।
↔️ওমরাহর ওয়াজিব↔️
ওমরাহর ওয়াজিব ২ টি যথাঃ-
➡️১. মীকাত হতে ইহরাম বাঁধা ও
➡️২. মাথা মুণ্ডন বা চুল ছোট করা।