Categories: Travel Guide

রবীন্দ্র কুঠিবাড়ি

রবীন্দ্র কুঠিবাড়ি


যা কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরেশদপুর গ্রামে অবস্থিত। এটি প্রায় ৩৩ বিঘা জায়গাজুড়ে বিস্তৃত। এটি ৩ তলা বিশিষ্ট কুঠিবাড়ি।

জানা যায়, ১৮৮৯ থেকে ১৯০১ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর সময় কাটাতে এবং জমিদারীর কাজ পরিচালনার জন্য এখানে আসতেন। এছাড়াও তিনি এখানে থাকাকালীন সময়ে অনেক কাব্য রচনা ও অনুবাদ করেছেন। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এখানে রয়েছে-

  • রবি ঠাকুরের আঁকা ও ছোটবেলার ছবি এবং ব্যবহৃত জিনিসপত্র
  • ৮ বেহারার পালকি
  • কাঠের চেয়ার
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সোফাসেট
  • পালংক
  • স্পিডবোট

উল্লেখ্য, এটি রবিবার ব্যতিত প্রতিদিন খোলা থাকে। এখানে সকল সুবিধা গ্রহণের জন্য ভিন্ন ভিন্ন চার্জ প্রযোজ্য।


রবীন্দ্র কুঠিবাড়ি যেতে হলে সর্বপ্রথম আপনাকে কুষ্টিয়া যেতে হবে। 

কুষ্টিয়া যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • কল্যাণপুর

 বাসসমূহ

  • শ্যামলী
  • নিউ এসবি সুপার ডিলাক্স
  • হানিফ

ট্রেনঃ

ঢাকা কমলাপুর কিংবা বিমানবন্দর স্টেশন থেকে কুষ্টিয়া কোর্ট স্টেশন যাওয়ার ট্রেনসমূহ-

  • সুন্দরবন এক্সপ্রেস
  • চিত্রা এক্সপ্রেস
  • বেনাপোল এক্সপ্রেস

কুষ্টিয়া থেকে রবীন্দ্র কুঠিবাড়ি

শহরের যেকোনো জায়গা থেকে বাসে, অটো-রিকশা কিংবা রিকশা রিজার্ভ এর মাধ্যমে রবীন্দ্র কুঠিবাড়ি যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য কুষ্টিয়াতে সবরকম ব্যবস্থা রয়েছে।

কুষ্টিয়ার আবাসিক হোটেল সমূহ

  • হোটেল নূর ইন্টারন্যাশনাল
  • হোটেল রিভার ভিউ

উক্ত আবাসিক হোটেলসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন।


কুষ্টিয়ার রেস্টুরেন্টসমূহ-

শহরের যেকোনো জায়গায় কিংবা আবাসিক হোটেলের আশেপাশে অনেক রেস্টুরেন্ট পাবেন।


রবীন্দ্র কুঠিবাড়ি ভ্রমণের সুবিধা হল

  • উন্নত যোগাযোগ ব্যবস্থা।
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানোর সুবিধা।
  • সুন্দর এবং মনোরম পরিবেশ।

সতর্কতা

প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষিতে সর্বদা সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন।
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন।
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন।

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা – ৯৯৯ এ কল করুন।

Leave a Comment

Recent Posts

বগালেক

বগালেক যা বান্দরবান জেলার রুমা উপজেলা থেকে ১৫ কি.মি দূরে কেওক্রাডং পাহাড়ের কোল ঘেসে অবস্থিত। আজ থেকে প্রায় ২০০০ বছরেরও… Read More

2 weeks ago

Bogalek

Which is located at the foothills of Keokradong Hills, 15 km from Ruma Upazila of Bandarban District. More than 2,000… Read More

2 weeks ago

গ্রেফতার কাকে বলে এবং গ্রেফতারের পদ্ধতি কি

ফৌজদারী কার্যবিধি আইন ১৮৯৮ এর ৪৬ ধারা মোতাবেক কোন ব্যক্তি কথা বা কাজের দ্বারা হেফাজতে আত্মসমর্পণ না করলে পুলিশ অফিসার… Read More

2 weeks ago

আমিয়াখুম জলপ্রপাত

বাংলাদেশের 'নায়াগ্রা ফলস' খ্যাত আমিয়াখুম জলপ্রপাত। যা বান্দরবান জেলার থানচি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাক্ষিয়ং নামক স্থানে অবস্থিত। বিভিন্ন অঞ্চলে… Read More

2 months ago

Amiyakhum Falls

The "Nayagra Falls" in Bangladesh is famous as the Amiyakhum Waterfall, located in Thanchi Upazila of Bandarban district on the… Read More

2 months ago

বাংলা ভাষার শব্দ ভাণ্ডার

যুগে যুগে এই বাংলায় বাণিজ্যের উদ্দেশ্যে অনেক সময় অনেক জাতির উপনিবেশ ঘটে। কেউ কেউ আবার ব্যবসা বানিজ্যের নাম করে শাসন… Read More

2 months ago