ত্রিভুজের প্রকারভেদ

ত্রিভুজের প্রকারভেদ


তিনটি বাহুর দ্বারা আবদ্ধ আকার বা কাঠামোকে ত্রিভুজ বলে এবং তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা স্থানকে বলে ত্রিভুজ ক্ষেত্র। নিচের ABC ত্রিভুজ টি লক্ষ করি-

◲ ত্রিভুজের প্রকারভেদ:

 

◲ সমকোণী ত্রিভুজের (Right Angle Friangle) বৈশিষ্ট্য:
  • সমকোণী ত্রিভুজের একটি কোণ অবশ্যই এক সমকোণ বা 90°।
  • সমকোণ ব্যতীত অন্য দুটি কোণ সূক্ষ্মকোণ এবং এরা পরস্পরের পূরক (কারণ সমষ্টি 90°)।
  • সমকোণী ত্রিভুজের অতিভূজ-ই বৃহত্তম বাহু।
  • সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভূজ বলা হয়।
  • সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের যেকোন একটিকে লম্ব এবং অপরটিকে ভূমি ধরা হয়।
  • সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অংকিত বর্গ দুটির ক্ষেত্রফলের সমষ্টি অতিভূকের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটা পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত।
  •  
চিত্রে, BC2 = AB2 + AC2 (অতিভূজ2 = লম্ব2 + ভূমি2 )
  • বাহুর মাধ্যমে চেনার উপায়: ক্ষুদ্রতর দুই বাহুর বর্গের সমষ্টি ত্রিভুজটির বৃহত্তম বাহুর বর্গের সমান হলে তা সমকোণী ত্রিভুজ হয়। 

 

◲ সুক্ষ্মকোণী ত্রিভুজের (Acute Angled Triangle) বৈশিষ্ট্য:

  • সুক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সুক্ষ্মকোণী (90° অপেক্ষা ছোট)।
  • বাহুর মাধ্যমে চেনার উপায়: যেকোন দুই বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের চেয়ে বৃহত্তম।

 

চিত্রে ABC ত্রিভুজটি সূক্ষ্ণকোণী ত্রিভুজ।

◲ স্থুলকোণী ত্রিভুজের (Obtuse Angled Triangle) বৈশিষ্ট্য:
  • একটি কোণ স্থুলকোণ (90° অপেক্ষা বড়) কিন্তু অপর দুটি কোণ সুক্ষ্মকোণ (90° অপেক্ষা ছোট)।
  • বাহুর মাধ্যমে চেনার উপায়: বৃহত্তম বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি।

 

◲ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য:

  • সমকোণ ব্যতীত অপর কোণ দুটি পরস্পর সমান।
  • দুটি বাহু পরস্পর সমান।
  • কোণগুলোর অনুপাত 90:45:45 = 2:1:1

◲ সমবাহু ত্রিভুজ (Equilateral Triangle) বৈশিষ্ট্য:

  • তিনটি বাহু পরস্পর সমান।
  • কোণ তিনটিও পরস্পর সমান।
  • প্রত্যেক কোণের পরিমাণ 60° [∵ তিন বাহু সমান তাই কোণগুলোও সমান হবে। আবার তিনটি কোণের সমষ্টি 180°। তাই, প্রতিটি কোণ হবে 180° ÷ 3 = 60°]

◲ সমদ্বিবাহু ত্রিভুজের (Isosceles Triangle) বৈশিষ্ট্য:

  • দুটি বাহু পরস্পর সমান।
  • সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয়ও পরস্পর সমান।

চিত্রে AB = AC হওয়ায় ∠B = ∠C। তাই △ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।

◲ বিষমবাহু ত্রিভুজের (Scalene Triangle) বৈশিষ্ট্য:

  • প্রতিটি বাহু অসমান।
  • মধ্যমাগুলো অসমান।


প্রশ্নপর্ব:

১। একটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হলে, তাকে কি ত্রিভুজ বলে?

উত্তর: সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু এবং কোণ পরস্পর সমান।

২। সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ প্রত্যেকটি কোণের পরিমাপ কত?

উত্তর: সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ 180°/3 = 60°.

উল্লেখ্য, প্রতিটি বহিস্থ কোণ (180° – 60°) = 120°

৩। একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কত?

উত্তর: সমবাহু ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণের মান 60°।

৪। যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, তা—

উত্তর: সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান এবং সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান।

৫। সমকোণী ত্রিভুজের কোনটি বৃহত্তম বাহু?

উত্তর: সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাই অতিভুজ বৃহত্তম বাহু।

৬। সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ?

উত্তর: সমকোণী ত্রিভুজের একটি সমকোণ এবং অপর দুটি সূক্ষ্মকোণ।

৭। সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণটি কি?

উত্তর: সমকোণী ত্রিভুজের একটি সমকোণ এবং অপর দুটি সূক্ষ্মকোণ।

৮। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কী কোণ?

উত্তর: সমকোণী ত্রিভুজের একটি সমকোণ এবং অপর দুটি সূক্ষ্মকোণ।

৯। ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোনের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কি?

উত্তর: ত্রিভুজের তিনটি কোণ x হলে অপর দুটি কোনের সমষ্টি হবে = x
শর্তমতে,
x+x = 180°
⇒ 2x = 180°
⇒ x = 90°
∴ ত্রিভুজটি সমকোণী।

১০। সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি কত?

উত্তর: সমকোণী ত্রিভুজের সমকোণ (90°) ছাড়া অপর দুটি কোণের সমষ্টি 90° (সমকোণ)।

১১। স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা কত?

<

p style=”padding-left: 80px;”>উত্তর: স্থুলকোণী ত্রিভুজের ১ টি কোণ স্থুলকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ।

Leave a Comment

Recent Posts

মালনীছড়া চা বাগান

উপমহাদেশের সর্বপ্রথম ও সর্বপ্রাচীন প্রতিষ্ঠিত ও সর্ববৃহৎ চা বাগান মালনীছড়া বাংলাদেশের সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নের এয়ারপোর্ট রোডে… Read More

2 months ago

Malnicherra Tea Garden

The Malnicherra Tea Garden, the oldest and largest established tea plantation in the Indian subcontinent, is located on the outskirts… Read More

2 months ago

হযরত শাহজালাল রহ.

শাহ জালাল (রাহ.) বাংলার একজন প্রখ্যাত সুফি দরবেশ। শুধু বাংলার নয়, সম্পূর্ণ পাক-ভারতীয় উপমহাদেশে তিনি বিখ্যাত। পুরো নাম শাহ জালাল… Read More

3 months ago

মেঘলা পর্যটন কমপ্লেক্স

মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশ পথে (বান্দরবান-কেরাণীহাট) সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। এটি বান্দরবান শহর থেকে… Read More

4 months ago

Meghla Tourism Complex

Meghla Tourism Complex is located at the entrance of Bandarban district, along the Bandarban-Keranihat road, adjacent to the Hill District… Read More

4 months ago

বাকলাই জলপ্রপাত

বাকলাই জলপ্রপাত বাংলাদেশের বান্দরবন জেলার থানচি উপজেলার নাইটিং মৌজার বাকলাই গ্রামে অবস্থিত। স্থানীয়দের নিকট “বাক্তলাই ঝর্ণা” নামেও পরিচিত। মুলত কেওক্রাডং… Read More

4 months ago