Categories: Travel Guide

রবীন্দ্র কুঠিবাড়ি

রবীন্দ্র কুঠিবাড়ি


যা কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরেশদপুর গ্রামে অবস্থিত। এটি প্রায় ৩৩ বিঘা জায়গাজুড়ে বিস্তৃত। এটি ৩ তলা বিশিষ্ট কুঠিবাড়ি।

জানা যায়, ১৮৮৯ থেকে ১৯০১ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর সময় কাটাতে এবং জমিদারীর কাজ পরিচালনার জন্য এখানে আসতেন। এছাড়াও তিনি এখানে থাকাকালীন সময়ে অনেক কাব্য রচনা ও অনুবাদ করেছেন। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এখানে রয়েছে-

  • রবি ঠাকুরের আঁকা ও ছোটবেলার ছবি এবং ব্যবহৃত জিনিসপত্র
  • ৮ বেহারার পালকি
  • কাঠের চেয়ার
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সোফাসেট
  • পালংক
  • স্পিডবোট

উল্লেখ্য, এটি রবিবার ব্যতিত প্রতিদিন খোলা থাকে। এখানে সকল সুবিধা গ্রহণের জন্য ভিন্ন ভিন্ন চার্জ প্রযোজ্য।


রবীন্দ্র কুঠিবাড়ি যেতে হলে সর্বপ্রথম আপনাকে কুষ্টিয়া যেতে হবে। 

কুষ্টিয়া যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • কল্যাণপুর

 বাসসমূহ

  • শ্যামলী
  • নিউ এসবি সুপার ডিলাক্স
  • হানিফ

ট্রেনঃ

ঢাকা কমলাপুর কিংবা বিমানবন্দর স্টেশন থেকে কুষ্টিয়া কোর্ট স্টেশন যাওয়ার ট্রেনসমূহ-

  • সুন্দরবন এক্সপ্রেস
  • চিত্রা এক্সপ্রেস
  • বেনাপোল এক্সপ্রেস

কুষ্টিয়া থেকে রবীন্দ্র কুঠিবাড়ি

শহরের যেকোনো জায়গা থেকে বাসে, অটো-রিকশা কিংবা রিকশা রিজার্ভ এর মাধ্যমে রবীন্দ্র কুঠিবাড়ি যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য কুষ্টিয়াতে সবরকম ব্যবস্থা রয়েছে।

কুষ্টিয়ার আবাসিক হোটেল সমূহ

  • হোটেল নূর ইন্টারন্যাশনাল
  • হোটেল রিভার ভিউ

উক্ত আবাসিক হোটেলসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন।


কুষ্টিয়ার রেস্টুরেন্টসমূহ-

শহরের যেকোনো জায়গায় কিংবা আবাসিক হোটেলের আশেপাশে অনেক রেস্টুরেন্ট পাবেন।


রবীন্দ্র কুঠিবাড়ি ভ্রমণের সুবিধা হল

  • উন্নত যোগাযোগ ব্যবস্থা।
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানোর সুবিধা।
  • সুন্দর এবং মনোরম পরিবেশ।

সতর্কতা

প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষিতে সর্বদা সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন।
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন।
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন।

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা – ৯৯৯ এ কল করুন।

Leave a Comment

Recent Posts

মালনীছড়া চা বাগান

উপমহাদেশের সর্বপ্রথম ও সর্বপ্রাচীন প্রতিষ্ঠিত ও সর্ববৃহৎ চা বাগান মালনীছড়া বাংলাদেশের সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নের এয়ারপোর্ট রোডে… Read More

2 months ago

Malnicherra Tea Garden

The Malnicherra Tea Garden, the oldest and largest established tea plantation in the Indian subcontinent, is located on the outskirts… Read More

2 months ago

হযরত শাহজালাল রহ.

শাহ জালাল (রাহ.) বাংলার একজন প্রখ্যাত সুফি দরবেশ। শুধু বাংলার নয়, সম্পূর্ণ পাক-ভারতীয় উপমহাদেশে তিনি বিখ্যাত। পুরো নাম শাহ জালাল… Read More

3 months ago

মেঘলা পর্যটন কমপ্লেক্স

মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশ পথে (বান্দরবান-কেরাণীহাট) সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। এটি বান্দরবান শহর থেকে… Read More

4 months ago

Meghla Tourism Complex

Meghla Tourism Complex is located at the entrance of Bandarban district, along the Bandarban-Keranihat road, adjacent to the Hill District… Read More

4 months ago

বাকলাই জলপ্রপাত

বাকলাই জলপ্রপাত বাংলাদেশের বান্দরবন জেলার থানচি উপজেলার নাইটিং মৌজার বাকলাই গ্রামে অবস্থিত। স্থানীয়দের নিকট “বাক্তলাই ঝর্ণা” নামেও পরিচিত। মুলত কেওক্রাডং… Read More

5 months ago