নিরিবিলি পিকনিক স্পট
যা নড়াইল জেলার লোহাগড়া থানার রামপুরে অবস্থিত। এটি প্রায় ১৪ একর জায়গাজুড়ে বিস্তৃত।
জানা যায়, এটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়।
এখানে রয়েছে-
- শিশুপার্ক
- মিনি চিড়িয়াখানা
- বিখ্যাত কবি ও শিল্পীদের শিল্পকর্ম এবং ভাস্কর্য
- তিমি মাছের কঙ্কাল ও প্রানীর ভাস্কর্য
উল্লেখ্য,স্পটে হিডেন চার্জ প্রযোজ্য এবং এটি প্রতিদিন সকাল ০৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে।
নিরিবিলি পিকনিক স্পট যেতে হলে সর্বপ্রথম আপনাকে নড়াইলে যেতে হবে।
নড়াইল যেভাবে যাবেন-
বাস: ঢাকার বাস স্ট্যান্ড-
- গাবতলী
- সায়েদাবাদ
- মহাখালী
বাসসমূহ–
- হানিফ
- এ কে ট্র্যাভেলস
- ঈগল পরিবহন
নড়াইল থেকে নিরিবিলি পিকনিক স্পট
শহরের যেকোনো জায়গা থেকে বাসে, অটো-রিকশা কিংবা রিকশা রিজার্ভ এর মাধ্যমে নিরিবিলি পিকনিক স্পট যেতে পারবেন।
থাকা ও খাওয়ার জন্য নড়াইলে সবরকম ব্যবস্থা রয়েছে।
নড়াইলের আবাসিক হোটেলসমূহ–
- হোটেল ডলফিন
- হোটেল মডার্ন
- হোটেল সীমান্ত
- হোটেল সম্রাট
নড়াইলের রিসোর্টসমূহ–
- চিত্রা রিসোর্ট
- অরুনিমা রিসোর্ট
উক্ত আবাসিক হোটেল এবং রিসোর্টসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন।
নড়াইলের রেস্টুরেন্টসমূহ-
শহরের যেকোনো জায়গায় কিংবা রিসোর্টের আশেপাশে অনেক খাবার রেস্টুরেন্ট পাবেন।
নিরিবিলি পিকনিক স্পট ভ্রমণের সুবিধা হল–
- উন্নত যোগাযোগ ব্যবস্থা।
- পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানোর সুবিধা।
- সুন্দর এবং মনোরম প্রকৃতি।
সতর্কতা–
প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে সর্বদা সতর্ক থাকবেন। এছাড়াও-
- প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন।
- স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন।
- পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন।
বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা – ৯৯৯ এ কল করুন।