মোটর সাইকেল চুরি হলে কি করবেন
মোটর সাইকেল মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ যানবাহন। অনেক কষ্টের বিনিময়ে টাকা উপার্জন করে কিংবা সংসারের কোন মুল্যবান জিনিস ক্ষতি করে অথবা লোনের মাধ্যমে কিস্তি করে একটা মোটর সাইকেল কেনা হয়। সেই মোটর সাইকেলটা যখন চুরি হয় তখন মাথা ঠিক থাকার কথা নয়। এজন্য আপনার মোটর সাইকেলের নিরাপত্তা আপনাকেই নেওয়া উচিত। যেখানে সেখানে অনিরাপদভাবে মোটর সাইকেল রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যারা মোটর সাইকেল চুরি করে তারা সব সময় নিজের নিরাপত্তা রেখেই চুরি করে। অনেক সময় দেখা যায় অনেকে ১০/২০ টাকা বাচানোর জন্য গ্যারেজে মোটর সাইকেল না রেখে অরক্ষিত অবস্থায় বাহিরে মোটর সাইকেল রেখে প্রয়োজনীয় কাজ করতে ব্যস্ত থাকে। এই সুযোগে চোর মোটর সাইকেল চুরি করে পালিয়ে যায়। চোর মোটর সাইকেল চুরি করার পর চোরাই মোটর সাইকেলের কালার পরিবর্তন করলে কিংবা যন্ত্রাংশ খুলে ফেললে তা আর উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকে না।
মোটর সাইকেল চুরি হলে আপনার কাজ হলো মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন নাম্বার, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার আছে এমন কাগজ পত্র নিয়ে স্থানীয় থানায় যাওয়া। থানায় গিয়ে ডিউটি অফিসার এর নিকট একটা লিখিত অভিযোগ করা। আপনার অভিযোগ পাওয়ার পর ডিউটি অফিসার বিষয়টি থানার অফিসার ইনচার্জকে জানাবেন এবং অফিসার ইনচার্জ এর নির্দেশ মোতাবেক মোটর সাইকেল চুরি যাওয়ার বিষয়ে থানায় জিডি অথবা মামলা করে সকল থানার অফিসার ইনচার্জ বরাবর বেতার বার্তা প্রেরণ করবেন যাতে আপনার চুরি যাওয়া মোটর সাইকেল দ্রুত উদ্ধার করা যায় এবং মোটর সাইকেল চোরকে গ্রেফতার করা যায়। এইসব কার্যক্রমে থানা পুলিশের অনেক সময় লাগতে পারে, আপানাকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র-
মোঃ সিরাজুল ইসলাম
(পুলিশ পরিদর্শক)