fbpx
মল্লিকপুর বটগাছমল্লিকপুর বটগাছ

মল্লিকপুর বটগাছ, যা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে অবস্থিত। এটি প্রায় ১১ একর জায়গা জুড়ে বিস্তৃত।

জানা যায়, ৫২টি বিভিন্ন আকারের বটগাছের রুপ নিয়ে এটি বিস্তার লাভ করেছে। আর তাই এটি ১৯৮৪ সালে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছের খ্যাতি অর্জন করে। বর্তমানে সামাজিক বন বিভাগ ২০০৯ সাল থেকে বটগাছটির রক্ষণাবেক্ষণ করছে।

এখানে রয়েছে-

  • বিভিন্ন জাতের গাছপালা
  • শান্ত পরিবেশ
  • বটগাছের সৌন্দর্য
  • পাখির কলরব

মল্লিকপুর বটগাছ যেতে হলে সর্বপ্রথম আপনাকে ঝিনাইদহে আসতে হবে। 

ঝিনাইদহে যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • গাবতলী
  • আবদুল্লাহপুর

বাসসমূহ

  • হানিফ
  • এসবি পরিবহন
  • জে আর পরিবহন
  • রয়েল
  • সোনার তরী

ঝিনাইদহ থেকে মল্লিকপুর বটগাছ

শহরের যেকোনো জায়গা থেকে বাসে কিংবা অটোরিকশা/রিকশা রিজার্ভ এর মাধ্যমে মল্লিকপুর বটগাছ যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য ঝিনাইদহে সবরকম ব্যবস্থা রয়েছে।

ঝিনাইদহের রিসোর্টসমূহ

  • সার্কিট হাউজ
  • ডাক বাংলো
  • হোটেল রেডিয়েশন
  • হোটেল রাতুল
  • হোটেল ড্রিম ইন
  • ক্ষণিকা রেস্ট হাউজ

উক্ত রিসোর্টসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং জনিত সকল তথ্য পেয়ে যাবেন।


ঝিনাইদহের হোটেলসমূহ-

শহরের যেকোনো জায়গায় কিংবা রিসোর্টের আশেপাশে অনেক খাবার হোটেল পাবেন।


মল্লিকপুর বটগাছ ভ্রমণের সুবিধা হল

  • উন্নত ভ্রমণ সুবিধা
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানো
  • সুন্দর এবং মনোরম প্রকৃতি

সতর্কতা

প্রথমত,  গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।

Leave a Reply