Categories: Travel Guide

পানি জাদুঘর

পানি জাদুঘর, যা পটুয়াখালী জেলার কলাপাড়ায় কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত। এটি একটি দ্বিতল ভবন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই এটি প্রথম চালু করা হয়।

জানা যায়, “একশন এইড” নামের এনজিও কতৃক ২০১৪ সালের ২৯ ডিসেম্বরে নদী ও পানিসম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এটি নির্মাণ করা হয়। তবে বর্তমানে এটি “কলাপাড়া উপকূলীয় জনকল্যাণ” সমিতি কতৃক পরিচালিত হচ্ছে।

এখানে রয়েছে-

  • হারিয়ে যাওয়া ও বর্তমান নদ-নদীর পরিচিতি
  • নদী কেন্দ্রিক মানুষের জীবন-জীবিকা ও সংস্কৃতি
  • ৯০টির অধিক নদীর পানির নমুনা
  • প্রতীক

উল্ল্যেখ্য,রবিবার ব্যতিত সপ্তাহের ৬ দিন সকাল ১০.০০টা থেকে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত জন্য খোলা থাকে। সকল দর্শনার্থীর জন্য প্রবেশমূল্য প্রযোজ্য।


পানি জাদুঘর যেতে হলে সর্বপ্রথম আপনাকে বপটুয়াখালী আসতে হবে। 

পটুয়াখালী যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • গাবতলী
  • আবদুল্লাহপুর
  • মহাখালী
  • কল্যাণপুর

 বাসসমূহ

  • সুরভী
  • বিআরটিসি
  • হানিফ
  • সাকুরা

লঞ্চসমূহঃ

ঢাকার সদরঘাট থেকে পটুয়াখালী পর্যন্ত লঞ্চসমূহ-

  • এডভেঞ্চার
  • সুরভী
  • মানামি
  • গ্রীন লাইন
  • সুন্দরবন
  • কীর্তনখোলা

বিমানসমুহঃ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশাল যাওয়ার ফ্লাইটসমূহ-

  • বাংলাদেশ বিমান
  • ইউএস বাংলা এয়ারলাইন্স
  • নভোএয়ার

পটুয়াখালী থেকে পানি জাদুঘর

পটুয়াখালী শহরের যেকোনো জায়গা থেকে বাসে কিংবা অটোরিকশা/রিকশা রিজার্ভ এর মাধ্যমে পানি জাদুঘর যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য পটুয়াখালী সবরকম ব্যবস্থা রয়েছে।

পটুয়াখালী রিসোর্টসমূহ

  • হোটেল পানামা ইন্টারন্যাশনাল
  • হোটেল রিয়াজ
  • কালিকাপুর আবাসিক হোটেল
  • পায়রা হোটেল
  • হোটেল হিলটন
  • হোটেল সাফারি

উক্ত রিসোর্টসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং জনিত সকল তথ্য পেয়ে যাবেন।


পটুয়াখালী হোটেলসমূহ-

শহরের যেকোনো জায়গায় কিংবা রিসোর্টের আশেপাশে অনেক খাবার হোটেল পাবেন।


পানি জাদুঘর ভ্রমণের সুবিধা হল

  • উন্নত ভ্রমণ সুবিধা
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানো
  • সুন্দর এবং মনোরম প্রকৃতি

সতর্কতা

প্রথমত,  গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।

Leave a Comment

Recent Posts

হযরত শাহজালাল রহ.

শাহ জালাল (রাহ.) বাংলার একজন প্রখ্যাত সুফি দরবেশ। শুধু বাংলার নয়, সম্পূর্ণ পাক-ভারতীয় উপমহাদেশে তিনি বিখ্যাত। পুরো নাম শাহ জালাল… Read More

1 week ago

মেঘলা পর্যটন কমপ্লেক্স

মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশ পথে (বান্দরবান-কেরাণীহাট) সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। এটি বান্দরবান শহর থেকে… Read More

1 month ago

Meghla Tourism Complex

Meghla Tourism Complex is located at the entrance of Bandarban district, along the Bandarban-Keranihat road, adjacent to the Hill District… Read More

1 month ago

বাকলাই জলপ্রপাত

বাকলাই জলপ্রপাত বাংলাদেশের বান্দরবন জেলার থানচি উপজেলার নাইটিং মৌজার বাকলাই গ্রামে অবস্থিত। স্থানীয়দের নিকট “বাক্তলাই ঝর্ণা” নামেও পরিচিত। মুলত কেওক্রাডং… Read More

2 months ago

Baklai Falls

Baklai Waterfall is located in Baklai village of Nighting Moujar in Thanchi Upazila of Bandarban District, Bangladesh. Also known as… Read More

2 months ago

দুমলং পাহাড়

দুমলং পাহাড় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় অবস্থিত। স্থানীয়দের নিকট এটি “ম্শা পাঞ্জি হাফং” কিংবা “রেংত্লাং” হিসেবে পরিচিত। এর… Read More

2 months ago