fbpx
চাটমোহর শাহী মসজিদচাটমোহর শাহী মসজিদ

চাটমোহর শাহী মসজিদ, যা পাবনা জেলার চাটমোহর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত। এটি একটি প্রাচীন স্থাপত্য শিল্প।যার বয়স ৪০০ বছরেরও বেশি।

জানা যায়, খ্রিষ্টাব্দ ১৫৮১ তে  সম্রাট আকবরের শাসনকালে সৈয়দ নেতা আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁর অর্থায়নে তারই সহোদর মুহামদ্দ বিন তুর্কি খান কাকশাল এই মসজিদটি নির্মাণ করেন। এটির দৈর্ঘ্য ৪৫ ফুট, প্রস্থ ২২ ফুট ৬ ইঞ্চি এবং উচ্চতা ৪৫ ফুট। এছাড়াও মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট এবং ছোট ছোট পাতলা জাফরী ইটের সমন্বয়ে নির্মিত। মসজিদ থেকে প্রাপ্ত তুঘরা শিলালিপিটি বর্তমানে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে।

এখানে রয়েছে-

  • প্রাকৃতিক সৌন্দর্য
  • প্রাচীন ভাস্কর্য

উল্যেখ্য, ১৯৮০ দশকে বাংলাদেশ প্রজাতন্ত্র অধিদপ্তর পরিপূর্ণভাবে মসজিদটি নির্মাণ করার পর  ক্ষতিগ্রস্ত হলে পুরাতত্ত্ব অধিদপ্তরের অধীনে মসজিদ সংস্কার ও সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।


চাটমোহর শাহী মসজিদ যেতে হলে সর্বপ্রথম আপনাকে পাবনা আসতে হবে। 

পাবনা যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • গাবতলী
  • আবদুল্লাহপুর
  • মহাখালী
  • কল্যাণপুর

 বাসসমূহ

  • শাহজাদপুর ট্রাভেল
  • হানিফ
  • একতা
  • আল হামরা

উল্ল্যেখ্য, ট্রেনে গেলে আপনাকে ঈশ্বরদী হয়ে পাবনা যেতে হবে।

ট্রেনসমূহঃ

কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনসমূহ-

  • সুন্দরবন এক্সপ্রেস
  • চিত্রা এক্সপ্রেস
  • বেনাপল এক্সপ্রেস

উল্ল্যেখ্য, বিমানে গেলে আপনাকে রাজশাহী হয়ে পাবনা যেতে হবে।

বিমানসমুহঃ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহী যাওয়ার ফ্লাইটসমূহ-

  • বাংলাদেশ বিমান
  • ইউএস বাংলা এয়ারলাইন্স
  • নভোএয়ার

পাবনা থেকে চাটমোহর শাহী মসজিদ

পাবনা সদর থেকে প্রায় ৩০ কি.মি দূরে অবস্থিত। পাবনা শহরের যেকোনো জায়গা থেকে বাসে কিংবা অটোরিকশা/গাড়ি রিজার্ভ এর মাধ্যমে চাটমোহর শাহী মসজিদ যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য পাবনাতে সবরকম ব্যবস্থা রয়েছে।

পাবনার রিসোর্টসমূহ

  • হোটেল মুন
  • হোটেল ছায়ানীড়
  • হোটেল প্রবাসী ইন্টারন্যাশনাল
  • লাকি হোটেল
  • হোটেল পার্ক বোর্ডিং
  • হোটেল রোহান

উক্ত রিসোর্টসমূহের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে বুকিং জনিত সকল তথ্য পেয়ে যাবেন।


পাবনার হোটেলসমূহ-

শহরের যেকোনো জায়গায় কিংবা রিসোর্টের আশেপাশে অনেক খাবার হোটেল পাবেন।


চাটমোহর শাহী মসজিদ ভ্রমণের সুবিধা হল

  • উন্নত ভ্রমণ সুবিধা
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানো
  • ইসলামিক জ্ঞানার্জন
  • সুন্দর এবং মনোরম প্রকৃতি

সতর্কতা

প্রথমত,  গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
  • সাঁতার না জানলে গভীর পানিতে নামবেন না
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন
  • মসজিদের পবিত্রতা বজায় রাখুন
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।

Leave a Reply