fbpx
মায়াবিনী লেকমায়াবিনী লেক

মায়াবিনী লেক, যা পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ভাইবোনছড়ার কংচাইরি পাড়ায় অবস্থিত। এটি উঁচু-নিচু পাহাড়ি জায়গায় ১৫ একর জায়গাজুড়ে বিস্তৃত। খাগড়াছড়ি জেলা শহর থেকে এর দূরত্ব মাত্র ৩০ মিনিট।

এখানে রয়েছে-

  • ছোট/বড় পাহাড়
  • লেকের স্বচ্ছ শান্ত জল
  • লেকের মাঝখানে ছোট্ট দ্বীপ
  • লেকে ঘুরে বেড়ানোর জন্য নৌকা
  • সবুজে মোড়ানো পাহাড়ি প্রকৃতি

উল্লেখ্য, লেকের মাঝখানে রয়েছে বিশ্রামাগার। এছাড়াও, কাছাকাছি দূরতে রয়েছে পানছড়ি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ ধর্মীয় উপসনালয় “অরণ্য কুটির”, রাবার ড্যাম, এবং বেশকিছু দর্শনীয় স্থান।


মায়াবিনী লেকে যেতে হলে সর্বপ্রথম আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। 

খাগড়াছড়ি যেভাবে যাবেন-

বাস: ঢাকার বাস স্ট্যান্ড-

  • গাবতলী
  • সায়েদাবাদ
  • উত্তরা
  • মহাখালী

 বাসসমূহ

  • শান্তি
  • হানিফ
  • শ্যামলী
  • রিলেক্স
  • ঈগল

উল্লেখ্য,ঢাকা থেকে খাগড়াছড়িতে রেল কিংবা আকাশপথে যাওয়া যায় না।


খাগড়াছড়ি থেকে মায়াবিনী লেক

খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা/জীপ/চান্দের গাড়ি/সিএনজি রিজার্ভ এর মাধ্যমে সহজেই মায়াবিনী লেক যেতে পারবেন।


থাকা ও খাওয়ার জন্য খাগড়াছড়ি আপনাদের জন্য সবদিক দিয়ে সুবিধাজনক

খাগড়াছড়ির রিসোর্টসমূহ

  • পর্যটন মোটেল
  • অরণ্য বিলাস
  • হোটেল নূর
  • হোটেল ইকো ছড়ি ইন
  • শৈল সুবর্ন
  • হোটেল মাউন্ট ইন
  • গাংচিল আবাসিক
  • হোটেল হিল টাচ

খাগড়াছড়িতে হোটেলসমূহ-

  • ফুডাং থাং
  • হিল ফ্লেভারস
  • এফএনএফ রেস্টুরেন্ট
  • ব্যাম্বু শুট
  • সিস্টেম রেস্তোরাঁ
  • গাং সাবারং
  • চাওমিন রেস্টুরেন্ট

মায়াবিনী লেক ভ্রমণের সুবিধা হল

  • উন্নত ভ্রমণ সুবিধা
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানো
  • সুন্দর এবং মনোরম প্রকৃতি
  • দক্ষ গাইড

সতর্কতা

প্রথমত,  গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষি করতে একদম সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিন
  • সাঁতার না জানলে গভীর পানিতে নামবেন না
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন
  • ট্র্যাকিং এর যাবতীয় প্রস্তুতি নেয়া সুবিধাজনক
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলুন

বি.দ্রঃ যেকোনো সমস্যায়, বাংলাদেশের জরুরী সেবা ৯৯৯ এ কল করুন।