জানা অজানা

ধুতরা খেলেই মৃত্যু!

ধুতরা খেলেই মৃত্যু!


ধুতরা ফল, যার বৈজ্ঞানিক নাম Duture Metel, যা Solanaceae পরিবারের অন্তর্ভুক্ত Detura শ্রেণির বিষাক্ত উদ্ভিত জাতের মধ্যে একটি। এটি এমন একটি বিষাক্ত উদ্ভিত যার মধ্যে রয়েছে বিপদজনক মাত্রায় Tropane Alkaloids নামক মারাত্মক বিষ।


কিছু ক্ষতিকর দিক:

এই গাছের বিষক্রিয়ায় মানুষ থেকে শুরু করে পরশুপাখি যে কারো মৃত্যু হতে পারে। আর তাই অনেক দেশেই ধুতরার গাছ, ফুল ও ফলের উৎপাদন, বিপনন ও বহন আইনতভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দেশে অনেক মানুষ অসতর্কতার কারণে ধুতরার বিষে আক্রান্ত হয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন অপরাধমূলক কাজ যেমন: চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণমূলক কাজের জন্য ধুতরা ফুল ব্যবহার করা হয়।

লক্ষণ:

ধুতরার পাতায় অ্যাট্রোপাইন, হায়োস্কাইমিন ও স্কোপোলামিন নামের রাসায়নিক উপাদান থাকে। ধুতরা পাতা খেলে মানুষের শরীরে এর বিষক্রিয়া শুরু হয়। কারো কারো সাথে সাথে আবার কারো কারাও কিছু সময় পর বিষক্রিয়ায় শুরু হয়। এছাড়াও-

    • এই পাতা খাওয়ার ফলে ‘অ্যান্টিকোলিনার্জিক সিনড্রোম’ তৈরি হয়।
    • গলা ও মুখ শুকিয়ে যায়,
    • প্রস্রাবে সমস্যা হয়,
    • পেট ব্যাথা ও জ্বালাপোড়া শুরু হয়,
    • চোখ ঝাপসা হয়ে যায়,
    • হৃদস্পন্দন অনেক বেড়ে যায়,
    • ঘাম কমে যাওয়ার পাশাপাশি শরিরে অস্থিরতা দেখা দেয়।
    • গভীর ঘুম হয়।
    • বমি শুরু হয়।

কেউ অথবা কোন রোগী ধুতরা বিচি খেয়েছে কিনা বোঝা গেলে তার জন্য দ্রুত কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে:

    • আক্রান্ত ব্যাক্তি বা রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে।
    • পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে তার পাকস্থলি দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে।
    • প্রয়োজনে রোগীর ত্বকের নিচে ০.৫ মিলিগ্রাম প্রোস্টিগ্মিন ইঞ্জেকশন দেওয়া যেতে পারে।
    • রোগীর চিত্তবিভ্রম নিয়ন্ত্রণ করার জন্য বারবিচ্যুরেট দেওয়া যেতে পারে।
    • রোগীকে উত্তেজক কিছু, যেমন—কফি খাওয়ানো যেতে পারে।
    • প্রয়োজনে রোগীকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে হবে।
    • অক্সিজেনের ব্যবস্থা থাকলে রোগীকে অক্সিজেন দিতে হবে।
    • রোগীর শরীর কুসুম গরম পানি দিয়ে মুছিয়ে দিতে হবে।
    • রোগীকে পায়খানা করানোর ব্যবস্থা করতে হবে। পায়খানা করানোর জন্য মলদ্বারের ভেতর মোটা সিরিঞ্জসহকারে সাবানপানি প্রয়োগ করা যেতে পারে।

বিভিন্ন ক্ষতিকর দিক ছাড়াও ধুতরার কিছু গুণগত দিকও রয়েছে:

    • শ্বাসকষ্ট কমানোর জন্য এ গাছের পাতা, ফুল, ফল উপকারী।
    • বাতের ব্যথা কমাতে এর পাতার রস সরিষার তেলের সাথে ব্যবহার করলে ব্যথা কমবে।
    • টাক সমস্যা দূর করে।
    • যোনিপথ শক্ত করে। 
    • যৌনশক্তি বৃদ্ধি করে।
    • বিভিন্ন ভেষজ চিকিৎসায় এটি ব্যবহার করা হয়।

জানা অজানার আরো বিষয় সম্পর্কে জানতে যোগাযোগ করুণ আমাদের ইমেইলে-
ইমেইলadmin@biratbazar.com

 

নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং সোশ্যাল চ্যানেলে-
ইউটিউব – https://www.youtube.com/@BiratBazar
ফেইসবুক – https://www.facebook.com/BiratBazarOfficial
→ টুইটার – https://twitter.com/BiratBazar
→ ইন্সটাগ্রাম – https://www.instagram.com/biratbazar/
থ্রেডস – https://www.threads.net/@biratbazar
লিংকড ইন – https://www.linkedin.com/company/biratbazar
 

 

জানা অজানা সম্পর্কিত অন্যান্য পোস্টসমূহ-
Leave a Comment

Recent Posts

হযরত শাহজালাল রহ.

শাহ জালাল (রাহ.) বাংলার একজন প্রখ্যাত সুফি দরবেশ। শুধু বাংলার নয়, সম্পূর্ণ পাক-ভারতীয় উপমহাদেশে তিনি বিখ্যাত। পুরো নাম শাহ জালাল… Read More

6 days ago

মেঘলা পর্যটন কমপ্লেক্স

মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশ পথে (বান্দরবান-কেরাণীহাট) সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। এটি বান্দরবান শহর থেকে… Read More

1 month ago

Meghla Tourism Complex

Meghla Tourism Complex is located at the entrance of Bandarban district, along the Bandarban-Keranihat road, adjacent to the Hill District… Read More

1 month ago

বাকলাই জলপ্রপাত

বাকলাই জলপ্রপাত বাংলাদেশের বান্দরবন জেলার থানচি উপজেলার নাইটিং মৌজার বাকলাই গ্রামে অবস্থিত। স্থানীয়দের নিকট “বাক্তলাই ঝর্ণা” নামেও পরিচিত। মুলত কেওক্রাডং… Read More

1 month ago

Baklai Falls

Baklai Waterfall is located in Baklai village of Nighting Moujar in Thanchi Upazila of Bandarban District, Bangladesh. Also known as… Read More

1 month ago

দুমলং পাহাড়

দুমলং পাহাড় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় অবস্থিত। স্থানীয়দের নিকট এটি “ম্শা পাঞ্জি হাফং” কিংবা “রেংত্লাং” হিসেবে পরিচিত। এর… Read More

2 months ago