fbpx
লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত

লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত


পরিচয়:

ليلة القدر  শব্দটি একটি যৌগিক শব্দ। ليلة শব্দটি আরবি শব্দ। ليلة অর্থ হলো রাত বা রজনী।

القدر শব্দটি ও আরবি শব্দ।  অর্থ হলো ভাগ্য বা তাকদির, মহিমান্বিত ।

সুতরাং ليلة القدر অর্থ হলো ভাগ্য রজনী বা মহিমান্বিত রজনী। 


ليلة القدر এর গুরুত্ব:
আল্লাহ তায়ালা বলেন-
“নিশ্চয় আমি কুরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম”। (সূরা আল-কদর: ১-৩)
লাইলাতুল কদর পেতে আল্লাহ’র রাসূল (সাঃ) রাত জেগে ইবাদত করতেন।

 

হযরত আয়শা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন-
“যখন রমজান মাসের শেষ দশক আসত তখন রাসূল (সাঃ) তার লুঙ্গি কষে নিতেন ( বেশি বেশি ইবাদাতের প্রস্তুতি নিতেন) এবং রাত জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন”। (সহিহ বুখারী)

 

হযরত আয়শা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন-
“রাসূল (সাঃ) রমজানের শেষ দশকে ই’তিকাফ করতেন এবং বলতেন তোমরা শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো”। (সহিহ বুখারী)
শেষ দশকের যেকোন বেজোড় রাত লাইলাতুল কদর।

 

হযরত আয়শা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসূল (সাঃ) বলেছেন-
“তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো”।

বিঃদ্রঃ নির্দিষ্ট করে ২৭শে রাত্রী জাগরণ করা ঠিক নয়।


করণীয়:-
বেজোড় রাত্রি গুলোতে সালাত আদায়, কুরআন তেলাওয়াত, জিকির-আজকার ও তাসবিহ-তাহলিলে কাটিয়ে দেয়া।

বিঃদ্রঃ ইবাদত ছাড়া গল্প-গুজব ও খাবারের আয়োজন ঠিক নয়, এতে ইবাদতের ব্যাঘাত ঘটে।

লাইলাতুল কদরের দোয়া:-

اللهم انك عفو تحب عفو فعف عني 
উচ্চারণ – আল্লাহুমা  ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা’আফু আ’ন্নি

 

লাইলাতুল কদরের ফজিলত:-
লাইলাতুল কদরের এত বেশি মর্যাদা যে একটি রাত হলো হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস সমপরিমাণ হলো ৮৩ বছর ৩ মাসের ও বেশি।

লাইলাতুল কদরের নামাজ সম্পর্কে জানতে যোগাযোগ করুণ আমাদের ইমেইলে-
ইমেইলadmin@biratbazar.com

 

নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং সোশ্যাল চ্যানেলে-
ইউটিউব – https://www.youtube.com/@BiratBazar
ফেইসবুক – https://www.facebook.com/BiratBazarOfficial
→ টুইটার – https://twitter.com/BiratBazar
→ ইন্সটাগ্রাম – https://www.instagram.com/biratbazar/
থ্রেডস – https://www.threads.net/@biratbazar
লিংকড ইন – https://www.linkedin.com/company/biratbazar
 

 

মুসলিমতত্ত্ব সম্পর্কিত অন্যান্য পোস্টসমূহ-

 

Leave a Reply