ই’তিকাফ
শাব্দিক অর্থ:-
ই’তিকাফ আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো-
১. নিজেকে আটকে রাখা
২. রত রাখা
৩. লিপ্ত রাখা
২. রত রাখা
৩. লিপ্ত রাখা
পারিভাষিক অর্থ:-
ইসলামিক পরিভাষায় ই’তিকাফ বলা হয়, “আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় মসজিদে অবস্থান করা”।
ই’তিকাফ এর রোকন দুটি:-
১. মসজিদে অবস্থান করা
২. আল্লাহর নৈকট্য লাভের নিয়্যাত করা।
২. আল্লাহর নৈকট্য লাভের নিয়্যাত করা।
ই’তিকাফ এর শর্ত:-
১. মুসলিম হতে হবে
২. বিবেক-বুদ্ধি সম্পন্ন হতে হবে
২. বিবেক-বুদ্ধি সম্পন্ন হতে হবে
ই’তিকাফ অবস্থায় যেসব কাজ করা যায়:-
ক) চুল কাটা, নখ কাটা, শরীর পরিস্কার-পরিচ্ছন্ন, জামা-কাপড় পরিধান ও সুগন্ধি ব্যবহার ইত্যাদি জায়েজ।
খ) যে সকল কাজ মসজিদে সম্পন্ন করা যায় না তা সমাধানের জন্য বের হওয়া যাবে, যেমনঃ খানা-পিনা, গোসল, প্রসাব-পায়খানা ইত্যাদি।
খ) যে সকল কাজ মসজিদে সম্পন্ন করা যায় না তা সমাধানের জন্য বের হওয়া যাবে, যেমনঃ খানা-পিনা, গোসল, প্রসাব-পায়খানা ইত্যাদি।
ই’তিকাফে প্রবেশের সময়:-
২০ই রমজান সূর্যাস্তের পূর্বেই মসজিদে প্রবেশ করবে।
ই’তিকাফ যেসব কাজে বাতিল হয়:-
১. অতি প্রয়োজন ছাড়া ইচ্ছাকৃত ভাবে মসজিদ থেকে বের হওয়া।
২. স্ত্রী সহবাস করা।
৩. নেশা বা মস্তিষ্ক বিকৃতির ফলে জ্ঞান শূন্য হওয়া।
৪. কোন কথা বা কর্মের মাধ্যমে শিরক বা কুফরি করা।
২. স্ত্রী সহবাস করা।
৩. নেশা বা মস্তিষ্ক বিকৃতির ফলে জ্ঞান শূন্য হওয়া।
৪. কোন কথা বা কর্মের মাধ্যমে শিরক বা কুফরি করা।
ই’তিকাফের প্রকারভেদ:-
ইহা দুই প্রকার যথা:-
১. সুন্নাত:- বান্দা যা আল্লাহর নৈকট্য লাভ ও সাওয়াবের আশায় রাসূল (সাঃ) এর দেখানো পদ্ধতিতে করে থাকে।
২. ওয়াজিব:- বান্দা যা নিজেই নিজের জন্য ওয়াজিব করে নেয়। হোক তা সাধারণ নযর বা শর্তভিত্তিক নযর এর মাধ্যমে।
ই’তিকাফ সম্পর্কিত আরো জানতে যোগাযোগ করুণ আমাদের ইমেইলে-
→ ইমেইল – admin@biratbazar.com
নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং সোশ্যাল চ্যানেলে-
→ ইউটিউব – https://www.youtube.com/@BiratBazar
→ ফেইসবুক – https://www.facebook.com/BiratBazarOfficial
→ টুইটার – https://twitter.com/BiratBazar
→ ইন্সটাগ্রাম – https://www.instagram.com/biratbazar/
→ থ্রেডস – https://www.threads.net/@biratbazar
→ লিংকড ইন – https://www.linkedin.com/company/biratbazar